পদোন্নতি বাতিল, ফিরতে হবে আগের পদে

ঢাকাঃ গাজীপুর সিটি করপোরেশনের পদোন্নতি পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের আগের পদে যোগ দিতে আদেশ জারি করা হয়েছে। গত বুধবার গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। র

বিবারের মধ্যে আগের পদে যোগ না দিলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

সচিব আব্দুল হান্নান জানান, গত ২৫ সেপ্টেম্বর গাজীপুর সিটি করপোরেশনের তৃতীয় পরিষদের প্রথম সভার সিদ্ধান্ত অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনের চাকরি বিধিমালা চূড়ান্তভাবে অনুমোদিত না হওয়ায় ২০১২ সালের ২৭ সেপ্টেম্বরের পর যেসব কর্মকর্তা/কর্মচারীকে চলতি দায়িত্ব পদমর্যাদায় পদোন্নতি/অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাদের সেই দায়িত্ব বাতিল করা হয়েছে।

একই সঙ্গে ওই তারিখের পর যেসব কর্মকর্তা/কর্মচারীকে বদলি করা হয়েছে এবং তাদের আগের কর্মস্থলে এবং ওই পদে অনতিবিলম্বে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার সকাল ১০টার মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিতে এবং আগের কর্মস্থলের দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে। অন্যথায় বিকেলে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

গত ২৫ অক্টোবর সিটি করপোরেশনের প্রথম সভায় উপস্থিত কাউন্সিলররা অভিযোগ করেন, সিটির করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ প্রায় ২১ মাস দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে কাউন্সিলদের নিয়ে মাসিক সভায় অনুমোদন ছাড়াই সহস্রাধিক প্রকল্প গ্রহণ, পদোন্নতি এবং কেনাকাটায় ব্যাপক অনিয়ম করেছেন। গত ২১ মাসে প্রায় ৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) নেওয়া ও প্রায় ৩০০ কোটি টাকার রাজস্ব তহবিল থেকে নেওয়া প্রকল্পগুলোতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে পরিষদের প্রথম সভায়।

এ ছাড়া কোনো প্রকার নিয়মনীতি না মেনে অনেক কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি ও চলতি দায়িত্ব দেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৯/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.