এইমাত্র পাওয়া

রাষ্ট্রীয় ছুটির দিনেও কলেজে পরীক্ষা!

বরিশালঃ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে বৃহস্পতিবার রাষ্ট্রীয় ছুটির দিনে জেলার আগৈলঝাড়ার একমাত্র সরকারি কলেজে একাধিক পরীক্ষা নেয়ার ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মুসুল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীতে ওই প্রতিষ্ঠানে কোন ধর্মীয় আয়োজন না করে সেই দিন একাধিক পরীক্ষা নেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা। ঘটনাটি আগৈলঝাড়া উপজেলা সদরের একমাত্র সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের।

ওই কলেজের শিক্ষার্থীরা জানায়, বৃহস্পতিবার সকালে তাদের প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। একইদিন দুপুরে এইচএসসি পরীক্ষার প্রাকটিক্যাল পরীক্ষা গ্রহণ করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য পূর্ণ এইদিনে যেখানে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে সেখানে কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে তারা পরীক্ষায় বসতে বাধ্য হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এইচএসসি’র প্রাকটিক্যাল পরীক্ষা গ্রহণ এবং কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা হিসেবে বার্ষিক মূল্যায়ন পরীক্ষার তারিখ বোর্ড কর্তৃক বাধ্যতামূলক নয়; তা সত্ত্বেও বিশেষ এই মর্যাদাপূর্ণ দিনে কেন পরীক্ষা গ্রহণ করা হয়েছে তার কোন সদুত্তর মিলছে না কলেজ কর্তৃপক্ষর কাছেও।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ৪ অক্টোবরের মধ্যে এইচএসসি’র প্রাকটিক্যাল পরীক্ষ গ্রহণের কথা থাকলেও কলেজের অভ্যন্তরীণ বার্ষিক পরীক্ষার বিষয়ে নেই কোন বাধ্যতামূলক তারিখের নির্দেশনা। রাষ্ট্রীয় ছুটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এইদিনে পরীক্ষা গ্রহণ করায় উপজেলার সর্বত্র বইছে সমালোচনার ও নিন্দার ঝড়।

সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন আলী আযমের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন রিসিভ করে বাংলা বিভাগের প্রভাষক গোলাম মোস্তফা বলেন, অধ্যক্ষ মিটিংএ আছেন।

ঈদ-ই-মিলাদুন্নবী ও সরকারি ছুটির দিনে পরীক্ষা গ্রহণের বিষয়ে প্রভাষক গোলাম মোস্তফা বলেন, পরীক্ষার বিষয়ে পূর্বে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। যদিও এটা বোর্ড বা সরকারের কোন সিদ্ধান্ত নয়। তবে ভবিষ্যতে তারিখের নির্ধারণের সিদ্ধান্ত নেয়ার সময়ে সরকারি ছুটির বিষয়ে তারা আরও সতর্ক হবেন বলেও তিনি উল্লেখ করেন।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার শাখাওয়াত হোসেন বলেন, আজকের বিশেষ এই দিনে এবং সরকারি ছুটির মধ্যে পরীক্ষা নেয়া ঠিক হয়নি। কেন পরীক্ষা নেয়া হয়েছে, সে বিষয়ে অধ্যক্ষর কাছে জানতে চাওয়া হয়েছে। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীতে রাষ্ট্রীয় ছুটির দিনে পরীক্ষা গ্রহণের বিষয়টি জেলা প্রশাসক মহোদয়েকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা অনুযায়ী, ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৯/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.