নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আগামীকাল বৃহস্পতিবার। এ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচী ঘোষণা করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বুধবার মাউশির সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচাকল রুপক রায় স্বাক্ষরিত নোটিশে মাউশির আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কর্মসূচী পালনের নির্দেশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়, আধুনিক বাংলাদেশের রূপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭তম শুভ জন্মদিন উদ্যাপনের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করতে হবে।
এতে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র অর্জন নিয়ে সুবিধাজনক সময়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে তা ইমেইল ঠিকানা 28septemberdshe@gmail.com এ আগামী ২৭/১০/২০১৩ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে।
শ্রেণিভিত্তিক চিত্রাঙ্গকন প্রতিযোগীতা
- ক বিভাগ (৬ষ্ঠ-৮ম শ্রেণি) শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা নিয়ে চিত্রাঙ্কন করবেন।
- খ বিভাগ (৯ম- ১০ শ্রেণি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উন্নয়ন নিয়ে চিত্রাঙ্গক করবেন
- গ বিভাগ (একাদশ- দ্বাদশ শ্রেণি) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ নিয়ে চিত্রাঙ্গক করবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.