ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষ ও সূর্য সেন হলের ছাত্র আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করা, পাশাপাশি অপরিচিত মেয়েদের সঙ্গে মেসেজিং এবং তা ফেসবুকে ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে।
শনিবার পুলিশ তাকে আটক করে নীলক্ষেত পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। আটকের সময় ভুক্তভোগী এক ছাত্রীকে জুতা খুলে অভিযুক্তকে পেটাতে দেখা গেছে।
আবু নাসের নামে আরবি বিভাগের এক ছাত্র অভিযোগ করে বলেন, কাজকর্মে তাকে কিছুটা মানসিক অসুস্থ বলেও মনে হয়, তবে তা স্বীকৃত নয়। ইতিপূর্বে সে আত্মহত্যা করবে জানিয়েও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ফেসবুকে ওয়াহেদ বিভিন্ন বাজে মন্তব্য করে তাকেসহ অনেক মেয়েকে উত্যক্ত করতো। এ কারণে আজ তাকে পুলিশে দেয়া হলো। এর আগে অর্ধশতাধিক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ এসেছে তার বিরুদ্ধে।
ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি। অভিযুক্তকে নীলক্ষেত ফাঁড়িতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এস আই সাহেব আলী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে কথা বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.