শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ বাংলাদেশ নৌবাহিনী একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এ-২০২৪ ব্যাচে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে জনবল নিয়োগ নেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১২ অক্টোবর পর্যন্ত।
শাখার নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৩.৫০ (৫-এর মধ্যে) থাকতে হবে। তবে এসএসসিতে উচ্চতর গণিতধারী ও বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ন্যূনতম ‘এ’ গ্রেডপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
শাখার নাম: মেডিকেল (পুরুষ ও মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান (জীববিজ্ঞানসহ) বিভাগে ন্যূনতম জিপিএ-৩.৫০ (৫-এর মধ্যে) থাকতে হবে।
শাখার নাম: প্যাট্রলম্যান (পুরুষ), রাইটার (পুরুষ ও মহিলা), স্টোর (পুরুষ ও মহিলা) ও এমওডিসি নৌ (পুরুষ)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ (৫-এর মধ্যে) থাকতে হবে।
শাখার নাম: কুক ও স্টুয়ার্ড।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ (৫-এর মধ্যে) থাকতে হবে।
শাখার নাম: টোপাস
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে।
শারীরিক যোগ্যতা
সিম্যান ও এমওডিসি (নৌ) পদে আবেদনের জন্য প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, প্যাট্রলম্যান পদে আবেদনের জন্য উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি ও অন্যান্য পদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা হতে হবে ৫ ফুট ৪ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি। উচ্চতার পাশাপাশি প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদনকারী পুরুষ প্রার্থীর বুকের মাপ সাধারণ অবস্থায় ৩০ থেকে ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ২ ইঞ্চি বেশি হতে হবে। ওজন হতে হবে উচ্চতা ও বয়স অনুযায়ী এবং চোখের দৃষ্টি হতে হবে ৬/৬।
শর্তাবলি:
* বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে।
* সাঁতার জানা আবশ্যক।
* অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)।
বয়সসীমা: ১ জানুয়ারি, ২০২৪ তারিখে নাবিক ও মহিলা নাবিকের ক্ষেত্রে ১৭-২০ বছর এবং এমওডিসি নৌ-এর ক্ষেত্রে ১৭-২২ বছর হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই লিংকে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
শেয়ার করুন এই পোস্ট
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.