বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির সুযোগ

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ বাংলাদেশ নৌবাহিনী একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এ-২০২৪ ব্যাচে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে জনবল নিয়োগ নেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১২ অক্টোবর পর্যন্ত।

শাখার নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৩.৫০ (৫-এর মধ্যে) থাকতে হবে। তবে এসএসসিতে উচ্চতর গণিতধারী ও বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ন্যূনতম ‘এ’ গ্রেডপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

শাখার নাম: মেডিকেল (পুরুষ ও মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান (জীববিজ্ঞানসহ) বিভাগে ন্যূনতম জিপিএ-৩.৫০ (৫-এর মধ্যে) থাকতে হবে।

শাখার নাম: প্যাট্রলম্যান (পুরুষ), রাইটার (পুরুষ ও মহিলা), স্টোর (পুরুষ ও মহিলা) ও এমওডিসি নৌ (পুরুষ)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ (৫-এর মধ্যে) থাকতে হবে।

শাখার নাম: কুক ও স্টুয়ার্ড।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ (৫-এর মধ্যে) থাকতে হবে।

শাখার নাম: টোপাস
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে।

শারীরিক যোগ্যতা
সিম্যান ও এমওডিসি (নৌ) পদে আবেদনের জন্য প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, প্যাট্রলম্যান পদে আবেদনের জন্য উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি ও অন্যান্য পদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা হতে হবে ৫ ফুট ৪ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি। উচ্চতার পাশাপাশি প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদনকারী পুরুষ প্রার্থীর বুকের মাপ সাধারণ অবস্থায় ৩০ থেকে ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ২ ইঞ্চি বেশি হতে হবে। ওজন হতে হবে উচ্চতা ও বয়স অনুযায়ী এবং চোখের দৃষ্টি হতে হবে ৬/৬।

শর্তাবলি: 
* বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে।
* সাঁতার জানা আবশ্যক।
* অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০২৪ তারিখে নাবিক ও মহিলা নাবিকের ক্ষেত্রে ১৭-২০ বছর এবং এমওডিসি নৌ-এর ক্ষেত্রে ১৭-২২ বছর হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই লিংকে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.