শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সরকারের সাড়া না পাওয়ায় গণছুটিতে গেছেন এক লাখ ৩০ হাজার শিক্ষক। এর ফলে বন্ধ হয়ে গেছে ৫৫ হাজারের বেশি স্কুল। ভারতের ওড়িষ্যা রাজ্যে এ ঘটনা ঘটেছে। খবর হিন্দুস্তানটাইমস।
জানা গেছে, চুক্তিভিত্তিক নিয়োগ পদ্ধতি বাতিল, গ্রেড পর্যায়ে বেতন বৃদ্ধি ও পুরোনো পেনশন স্কিম পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে গত ৮ সেপ্টেম্বর ইউনাইটেড প্রাইমারি টিচার্স ফেডারেশনের ব্যানারে অনির্দিষ্টকালের আন্দোলন শুরু করেন শিক্ষকরা। ওড়িষ্যা সরকার তাদের ধর্মঘট প্রত্যাহারের আবেদন জানালেও তাতে সাড়া দেননি শিক্ষকরা।
ব্রহ্মানন্দ মহারানা নামে একজন বিক্ষোভকারী শিক্ষক জানান, সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় আন্দোলনরত শিক্ষকরা তাদের দাবিতে অনড় থেকে গণছুটিতে চলে গেছেন। এর ফলে ৫৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। কোথাও প্যারেড-পিটির পরেই স্কুল ছুটি হয়ে যাচ্ছে, আর কিছু স্কুলে সর্বোচ্চ একটি বা দুটি ক্লাস হচ্ছে।
আন্দোলনরত আরেক শিক্ষক বলেন, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, রাজস্থান, পাঞ্জাবসহ অনেক রাজ্যে প্রাথমিক শিক্ষকদের জন্য পেনশনের বিধান কার্যকর করা হয়েছে। কিন্তু ওড়িষ্যায় বিষয়টি নিয়ে এখনও ভাবছে না সরকার।
এ আন্দোলনে রাজ্য সরকারের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করছে বিজেপি ও কংগ্রেস। রাজ্য বিজেপির মুখপাত্র অনিল বিসওয়াল বলেন, এক সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও সরকার সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে। রাজ্য সরকারের উদানীসতার কারণে পুরো রাজ্যের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। সরকারের একজন সচিবের হেলিকপ্টারের জন্য ৫০০ কোটি টাকা খরচ করা হচ্ছে, অথচ শিক্ষকদের সামান্য বেতনটুকু দেওয়া হচ্ছে না।
অন্যদিকে রাজ্য কংগ্রেস সভাপতি শরৎ পট্টনায়েক বলেন, রাজ্য সরকার চলমান সমস্যার সমাধান না করে নির্বিকার বসে আছে। ফলে পুরো শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। জরুরি অবস্থার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বিজেডি বিধায়ক অরবিন্দ ঢালি বলেছেন, রাজ্য সরকার শিক্ষকদের ন্যায্য দাবিগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে। তিনি শিক্ষকদের স্কুলে ফিরে যাওয়ার আহ্বান জানান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.