হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রদত্ত অনুচ্ছেদ পড়ে ১ ও ২ নং প্রশ্নের উত্তর লেখ :
একই দেশ অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান। সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। এরকম খুব কম দেশেই আছে। আবার আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস-আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে। গড়ে তুলছে এই দেশ।
১. নিচের যে কোনো পাঁচটি শব্দের অর্থ লেখ :১ ´ ৫ = ৫
বৈচিত্র্য, গৌরব, যুগ, বাঙালি, পেশা, বসবাস, আপনজন।
উত্তর :
প্রদত্ত শব্দ শব্দের অর্থ
বৈচিত্র্য বিভিন্নতা।
গৌরব মর্যাদা।
যুগ বারো বছর সময়কাল।
বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলে।
পেশা বৃত্তি/জীবিকার উপায়।
বসবাস বাস করা।
আপনজন আত্মীয়।
২. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ :
২ + ৪ + ৪ = ১০
(ক) কারা যুগ যুগ ধরে মিলেমিশে আছে তা দুটি বাক্যে লেখ।
উত্তর : আমাদের দেশে নানা শ্রেণি-পেশার মানুষ বাস করে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধর্ম ও সমপ্রদায়ের মানুষের বাস। যুগ যুগ ধরে এরা সবাই মিলেমিশে আছে।
(খ) বাংলাদেশের গৌরব কিসে? চারটি বাক্যে লেখ।
উত্তর : বাংলাদেশের মানুষ জাতিগতভাবে বাঙালি তবে এদেশে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বসবাস করে। ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে রয়েছে চাকমা, মারমা, সাঁওতাল, রাজবংশী, মুরং, তঞ্চঙ্গা, রাখাইন প্রভৃতি। তাদের নিজস্ব ভাষা রয়েছে। ভিন্ন ভাষা, ভিন্ন জীবনযাপন তবুও সবাই যেন সবার বন্ধু-আপনজন। একই দেশ, একই মানুষ অথচ অনেক বৈচিত্র্য। আর এ বৈচিত্র্যই বাংলাদেশের গৌরব।
(গ) তুমি কীভাবে সকল ধর্মের মানুষের সাথে বন্ধুত্ব গড়ে তুলবে চারটি বাক্যে লেখ।
উত্তর : যেভাবে সকল ধর্মের মানুষের সাথে বন্ধুত্ব গড়ে তোলা যায়—
i আমরা একে অপরকে ভালোবেসে বন্ধুত্ব গড়ে তুলতে পারি।
ii.আমরা অন্য ধর্মের অনুষ্ঠানে যোগদান করার মাধ্যমে পরস্পরের মধ্যে বন্ধুত্ব গড়ে তুলতে পারি।
iii.আমরা একজন আরেক জনের বিপদে সাহায্য করে বন্ধুত্ব গড়ে তুলতে পারি।
iv. একজন আরেক জনের সাথে যোগাযোগ রক্ষা করে বন্ধুত্ব গড়ে তুলতে পারি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
