নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জঃ কর্মসংস্থান সৃজন করে দ্রুত নিয়োগ, উচ্চ শিক্ষার সুযোগ দান, অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম বাতিল, মেডিক্যাল এডুকেশন বোর্ড স্থাপনসহ চার দাবিতে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও মানববন্ধন করেছেন ইন্টার্ন প্যারামেডিকরা।
সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করেন আড়াইশ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের ইন্টার্নিরত প্যারিমেডিকরা।
সেখানে বক্তব্য রাখেন- বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোশিয়েশনের সভাপতি ডা. হারুন আল রশিদ, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. হাসান মাহমুদ, বিডিএমপির সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা. শিব্বির আহমদ, সহ-সভাপতি অমিত দাস, ডা. মাযহারুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান সরকারের কাছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.