কিশোরগঞ্জঃ জেলার কটিয়াদীতে এইচএসসি পরীক্ষায় অনৈতিক সুবিধা না দেওয়ায় শিক্ষক ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে রাহুল ইসলাম নামে এক পরীক্ষার্থীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ডা. আব্দুল মান্নান মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
রাহুল ইসলাম উপজেলার মসূয়া ইউনিয়নের আদমপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে এবং কটিয়াদী সরকারী কলেজের ছাত্র।
ডা. আব্দুল মান্নান মহিলা কলেজকেন্দ্রে হিসাব বিজ্ঞান দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালীন রাহুল অন্য পরীক্ষার্থীর খাতা দেখে লিখছিলেন। এসময় দায়িত্বরত শিক্ষকরা বেশ কয়েকবার তাকে সতর্ক করেন। তবুও তিনি অন্য পরীক্ষার্থীর খাতা দেখে লিখতে থাকেন। একপর্যায়ে শিক্ষকরা তার খাতা নিয়ে নেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে দায়িত্বরত শিক্ষকদের হত্যার হুমকি দেন।
এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, ‘খবর পেয়ে কেন্দ্র পরিদর্শন করি। অভিযুক্ত পরীক্ষার্থী নানা রকম অসদাচরণ করেন। পরীক্ষকেন্দ্রের ছাদে উঠে আত্মহত্যারও চেষ্টা করেন। পরে পরীক্ষার সুযোগ দেওয়া হয়। পরীক্ষা শেষে বাড়িতে পাঠানো হয়েছে। পরের পরীক্ষায় যদি আজকের মতো আচরণ করেন, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.