নিউজ ডেস্ক।।
বিশেষ শিক্ষার্থীদের জন্য নেওয়া যে কোনো উদ্যোগের সঙ্গে থাকার আশ্বাস দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
তিনি বলেন, ডিএনসিসি সব সময় বিশেষ শিক্ষার্থীদের পাশে থাকবে। তাদের জন্য ডিএনসিসির ৬ষ্ঠ তলার অডিটোরিয়ামে বিনামূল্যে যে কোনো অনুষ্ঠান আয়োজন করার ব্যবস্থা থাকবে।
রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিশেষ শিক্ষার্থীদের আঁকা ছবি ও হস্তশিল্প প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
বিশেষ শিক্ষার্থীদের নিয়ে কাজ করা সংগঠন প্রয়াস এর উদ্যোগে ‘স্বপ্নচিত্রে প্রয়াস’ শিরোনামে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে বিশেষ শিক্ষার্থীদের আঁকা ছবি ও হস্তশিল্প প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।
শুরুতে মেয়র বিশেষ শিক্ষার্থীদের আঁকা ছবির প্রদর্শনী ঘুরে দেখেন। প্রধান অতিথির বক্তৃতায় মেয়র বলেন, বিশেষ শিক্ষার্থীদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে। সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে। তাদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাহলে তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে।
এসময় ডিএনসিসি মেয়র সবসময় বিশেষ শিক্ষার্থীদের জন্য গৃহীত যেকোনো উদ্যোগের সঙ্গে থাকার আশ্বাস দেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.