এইমাত্র পাওয়া

‘শিক্ষাবার্তা’ ফেসবুক পেজের সাথে শিক্ষাবার্তা ডট কমের কোন সম্পর্ক নেই!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ‘শিক্ষাবার্তা’ নামের একটি ফেসবুক পেজ থেকে নানান সময়ে গুজব ও মিথ্যা তথ্য প্রচারিত হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের অন্যতম প্রধান শিক্ষা বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল শিক্ষাবার্তা’র সাথে এই পেজের কোন সম্পর্ক নেই। শিক্ষাবার্তা’র অফিসিয়াল ফেসবুক পেজ শিক্ষাবার্তা ডট কম

বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষাবার্তা’ ডট কম এর নির্বাহী সম্পাদক আল আমীন হোসেন মৃধা।

মন্ত্রণালয় বলছে, শিক্ষাবার্তা ফেসবুক পেজের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বা শিক্ষা সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই। তাই তাদের দেয়া তথ্য বিশ্বাস করার আগে যাচাই-বাছাই করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শনিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেইসবুক পেজ থেকে এক পোষ্টের মাধ্যমে জানানো হয়, ‘শিক্ষাবার্তা নামক একটি পেজ থেকে এবং আরও কয়েকটি মিথ্যা তথ্য ও গুজব রটনাকারি পেজ থেকে নানান সময়ে গুজব ও মিথ্যা তথ্য প্রচারিত হয়। শিক্ষাবার্তা নাম এই পেজের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের বা শিক্ষা সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই।এনআইডি থাকলেই ২০০০ টাকা দিতে হবে এই ধরনের গুজব রটনাকারী এই শিক্ষাবার্তা নামক পেজের শিক্ষা বা অন্যান্য যেকোনো বিষয়ে যেকোনো তথ্য বিশ্বাস করার আগে যাচাই-বাছাই করুন।’

এ বিষয়ে শিক্ষাবার্তা’ ডট কম এর নির্বাহী সম্পাদক আল আমীন হোসেন মৃধা বলেন, দেশের শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষা সংশ্লিষ্ট খবর নিয়ে শিক্ষাবার্তা সব সময় সঠিক তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে আসছি প্রায় আট বছর যাবত। শিক্ষাবার্তা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে শিক্ষা সংশ্লিষ্টদের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করছে। তবে মন্ত্রণালয় যে পেজের কথা উল্লেখ করেছেন তার সঙ্গে শিক্ষাবার্তা ডট কম এর কোন ধরণের সম্পর্ক নেই। তবে কয়েকটি গণমাধ্যম বিষয়টি নিয়ে এমনভাবে চমকপ্রদ শিরোনাম করেছেন যেন শিক্ষাবার্তা পত্রিকাটিই এই গুজব ছড়িয়েছে। আসলেও এরাও এক প্রকার গুজব রটনাকারী।

বিষয়টি নিয়ে পত্রিকাটির প্রধান সম্পাদক এ এইচ এম সায়েদুজ্জামান জানান, শিক্ষা মন্ত্রণালয় যে ফেসবুক পেজের কথা উল্লেখ করেছেন তার সাথে আমাদের কোন যোগাযোগ নেই। মন্ত্রণালয়ের উচিত এই ফেসবুক পেইজ থেকে যারা গুজব ছরাচ্ছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৬/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.