এইমাত্র পাওয়া

বঙ্গবন্ধুকে ডি-লিট উপাধি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি-লিট) উপাধিতে ভূষিত করতে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আগামী ২০২০-২১ সালে সরকার ঘোষিত মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতাকে সম্মানসূচক এই উপাধিতে ভূষিত করা হবে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে এ কথা জানান উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, ‘আগামী ২০২০-২১ সালে সরকার ঘোষিত মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডি-লিট উপাধি দেওয়া হবে। বঙ্গবন্ধু, বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় একইসূত্রে গাঁথা।’

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ সিনেট ও সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে ঢাবির ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘গুণগত শিক্ষা, প্রতিবন্ধকতা ও উত্তরণ’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া সব অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হলে দিনব্যাপী পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেছে। এসব কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.