এইমাত্র পাওয়া

ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরাধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, ভেড়ামারা(কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা হল রুমে নিজ আঙ্গিনা ও আশেপাশের জঙ্গল পরিচ্ছন্ন রাখা, এডিশ মশার আবাসস্থল ধ্বংস ও ডেঙ্গু প্রতিরাধের শ্লোগানে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ সোহেল মারুফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) জনাব মৃনাল কান্তি দে, সিভিল সার্জন রওশন আরা, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব আখতারুজ্জামান মিঠু , পৌর মেয়র আলহাজ্জ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়াসহ নেতৃস্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সংবাদকর্মীসহ সচেতন মহলের প্রতিনিধিগণ ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আসলাম হোসেন ভেড়ামারা উপজেলা তথা পার্শ্ববর্তী এলাকায় ডেঙ্গু রোগের বাহক এডিশ মশার বংশবিস্তার ঠেকাতে প্রতিটা পরিবারের নিজ নিজ আঙ্গিনা ও আশে -পাশের জঙ্গল পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিশ মশার জন্মানোর সকল জায়গাগুলো যেমন পরিত্যাক্ত টায়ার, ডাবের খোসা, বোতলে জমানো পানি, এসি ও ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি, ড্রেন, ফুলের টবসহ সকল জমে থাকা পানি নিয়মিত পরিস্কার এবং শোয়ার পূর্বে মশারি ব্যবহারের ব্যাপারে সকলকে সচেতন থাকার আহবান জানান। এছাড়া ডেঙ্গু রোগে আক্রান্ত রোগিকে দ্রæত হাসপাতালে ভর্তির পাশা- পাশি ডেঙ্গু ও এডিশ মশা নিধনের জন্য সকল ধরনের সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনের সহায়তা বা পরামর্শ নেওয়ার জন্য আহবান জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.