এইমাত্র পাওয়া

ভ্যান থেকে ডাব খেয়ে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষক হাসপাতালে

নিউজ ডেস্ক।।

ড. আমিনুর রহমান গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার প্রকৌশল বিভাগের সহকারি অধ্যাপক। গত মঙ্গলবার এয়ারপোর্ট স্টেশনে নেমে ক্লান্ত ও শ্রান্ত শরীরের তৃষ্ণা নিবারণের জন্য ভ্যান থেকে ডাব খেয়ে তেতুলিয়া বাসে উঠেন শ্যাওড়াপাড়ার উদ্দেশ্যে।

এর পরে তাঁর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে তিনি দেখতে পান একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ`তে ভর্তি ।

তিনি বলেন,একসময় বাসের হেলপার শ্যামলী গিয়ে ওনাকে নামার জন্য ডাকছিলেন এবং জিজ্ঞেস করেছিলেন, কোথায় নামবেন। আধমরা অবস্থায় তিনি (চোখ বন্ধ অবস্থায়) শুধু এইটুকু বলতে পেরেছিলেন যে “শামীম সরণি, শ্যাওড়াপাড়া নামবো।”

ফিরতি পথে ওনাকে শামীম সরণিতে নামিয়ে দেন এবং পরিজন ও শিক্ষার্থীরা মিলে ধরাধরি করে নিকটস্থ আল-হেলাল হাসপাতালে নিয়ে যান।

উল্লেখ্য ড. আমিনুর রহমান প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ`র ( পিআইবি) ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। তিনি বাক প্রতিবন্ধিদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে গবেষণা এবং একটি সফটওয়ারও তৈরি করেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.