ইবি প্রতিনিধি।।
৫৭ তম শিক্ষা দিবস উপলক্ষে র্যালি ও লিফলেট বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় দলীয় টেন্ট থেকে র্যালিটি শুরু হয়।
ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি নুরুন্নবী ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক জি কে সাদিকের নেতৃত্বে র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ইমানুল সোহান, দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ তানজিম পিয়াস, উদয় দেবনাথ ও আনাস। পরে সাধারণ সম্পাদক জি কে সাদিকের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষার সামগ্রিক সংকট নিরসনে বিভিন্ন দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে উল্লিখিত দাবিগুলে হলো, ‘শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর জন্য কর্পোরেট শ্রেণীর লভ্যাংশের উপর চার্জ আরোপ, জাতীয় বাজেটের ২৫ ভাগ এবং জিডিপির ৮ ভাগ শিক্ষাখাতে বরাদ্দ দেয়া, শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত এবং ছাত্র সংসদ নির্বাচন, শিক্ষা শেষে কর্মসংস্থান নিশ্চিত করাসহ একই ধারার গণমুখী, অসাম্প্রদায়িক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতি বাস্তবায়ন করা।’
এসময় সাধারণ সম্পাদক জি কে সাদিক বলেন, ‘১৯৬২ সালের শিক্ষা আন্দোলন ছিলো শিক্ষাকে বাণিজ্যিকরণ, সাম্প্রদায়িক শিক্ষানীতির বিরুদ্ধে। কিন্তু স্বাধীনতার অর্ধশতক পারও আজ শিক্ষাকে বাণিজ্য ও সাম্প্রদায়িকতার হাত থেকে মুক্ত করা হয়নি। তাই ৫৭তম শিক্ষা দিবসে আমরা সরকারের কাছে ৬২’র শিক্ষা আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.