ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে ঘুষ চাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে। শিক্ষক এবং প্রার্থীর কথপোকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর শুক্রবার এ সিদ্ধান্ত নিয়েছে ইবি।
অভিযুক্ত ওই দুই শিক্ষক হলেন-ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক রহুল আমিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রহিম।
ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আবদুল লতিফ জানান, ইবি ভিসি অধ্যাপক এম হারুন-উর-রশিদ আসকারি বরখাস্তের আদেশ জারি করেছেন। বিশ্ববিদ্যালয়ের ভিসির সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নিয়োগের জন্য ১১ মার্চ সার্কুলার দেয় ইবি। রুহুল আমিন এবং আব্দুর রহিম এক প্রার্থীকে চাকরি দেয়ার নিশ্চয়তা দেন। এজন্য ১০ থেকে ১৮ লাখ টাকা দাবি করেন তারা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.