এইমাত্র পাওয়া

বয়স ৩৫ দাবিতে মাঠে নামছে আন্দোলনকারীরা

সরকারি চাকরিতে প্রবেশের সর্বনিম্ন বয়স ৩৫ করার দাবিতে আজ আবার মাঠে নামেছে আন্দোলনকারী‌রা। সাধ‌ারণ ছাত্র সংগ্রাম পরিষদ পক্ষ থেকে সকাল ১০টায় ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চলে আসার আহবান জানানো হয়েছে।

সাধ‌ারণ ছাত্র সংগ্রাম পরিষদ পক্ষ‌ে মো: র‌ফিকুল ইসলাম কিরন, ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন `৭ সে‌প্টেম্বর ২০১৯ হবে ৩৫ আন্দোলনকারী‌দের বিজয়েরর দিন। এবার রাজপ‌থে জীবন দি‌য়ে ৩৫ আদায় করার চুড়ান্ত শপথ নিয়েছে আন্দোলনকারীরা। সুতরাং গ্রেফতার, নির্যাতন ও হত্যা করে আন্দোলন বন্ধ করা যাবেনা। “ডু অর ডাই” এর প্র‌তিপাদ্য শ্লোগান “হয় ৩৫ এর বিজয় মালা পরবো না হয় লাশ হয়ে মায়ের বু‌কে ফিফের যাবো” তবুও রাজপথ ছাড়বো না। আর দেরী না করে আপনি ৭ সে‌প্টেম্বর ২০১৯ রোজ শ‌নিবার সকাল ১০:০০ টায় রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ব‌বিদ্যালয় চলে আসুন ।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের প্রধান সমন্বয়ক হারুন-অর-রশিদ আন্দোলনে যোগদান করার আহবান জানিয়ে ফেসবুক স্ট্যাটাসে লেখেন` প্রিয় বন্ধুগণ সেশনজটে হারিয়ে যাওয়া আপনার মুল্যবান সময় গুলো হয়তো আর ফিরে পাবেননা কিন্তু ৩৫ বাস্তবায়ন হলে জীবনে বেঁচে থাকার তাগিদে প্রাইভেট বা সরকারি যেকোন জবে আবেদন করার সুযোগ পাবেন। তাই শেষ বারের মতো আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি আপনারা রাগ অভিমান ভুলে আগামী ৭ সেপ্টেম্বর ২০১৯ ইং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের পাদদেশে সকাল ১০ ঘটিকায় মহাসমাবেশে যোগদিন সফল করুন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.