জাহাঙ্গীর আলম সেলিমঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডে বেতন ও বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে সম্মুখে খান বাহাদুর ইসমাইল সড়কে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখা ও কান্দিপাড়া শাখার উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়।
জানা গেছে, সহকারী শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতেই নির্বাচনী ইশতেহারে দাবি মানার প্রতিশ্রুতি দেয় আওয়ামী লীগ। বলা হয়, সব বৈষম্য নিরসন করা হবে। কিন্তু একাদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও এখনো সে দাবি পূরণ না হওয়ায় ক্ষুব্ধ প্রাথমিকের সহকারী শিক্ষকরা মানববন্ধন করে।
মানববন্ধনে অংশগ্রহণ করেন বাংলাদেশের প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি নীলিমা সুলতানা, মোসাইদুল হক মানিক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিম, সিনিয়র যুগ্মসম্পাদক তামান্না সুলতানা হ্যাপি, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, কান্দিপাড়া শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষক কাউসার আকন্দ, মিজানুর রহমান, আতাউর রহমান দিদার, আবু নাঈম সালেহ আহমেদ, জহিরুল ইসলাম, শামসুল হুদা সোহাগ, রুকোনুজ্জামান, কামরুজ্জামান নোমানসহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষিকারা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.