এইমাত্র পাওয়া

৩০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পতিত জমিতে সবজি চাষ

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা।।

কক্সবাজারের টেকনাফে বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে তৈরি করা হয়েছে সবজি বাগান। সবজি উত্পাদনে ছাত্রছাত্রীদের হাতেকলমে ধারণা দিতে বিদ্যালয়ের পতিত জমিতে সবজি বাগানের এই উদ্যোগ নিয়েছেন উপজেলা শিক্ষা অফিস।

শিক্ষা অফিস সূত্র জানায়, টেকনাফে উপজেলায় ৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে চলতি সালে প্রায় ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সবজি বাগান করা হয়েছে। এসব বাগানে শসা, মিষ্টি কুমড়া, পুঁই শাক, পালং শাক, লাল শাক, ঢ্যাঁড়শ, চিচিঙ্গা, বরবটি, বেগুন, টমাটো এবং পেঁপের আবাদ করা হয়েছে। স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষকদের পরামর্শক্রমে সময়মত বাগানের পরিচর্যাও করছে।

এদিকে বর্ষা এবং প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকায় স্কুলের সবজি বাগানসমূহ বেশ সুন্দর হয়েছে। স্কুলবাগানে ফলন খুব ভালো। ছাত্রছাত্রীরা পড়ালেখার পাশাপাশি বিদ্যালয়ের পতিত জমিতে সবজি বাগান করতে পারায় নিজেদের খুশীর কথা জানান। শিক্ষকরা জানান, সাধারণত বিদ্যালয়ের পেছনে ময়লা এবং আবর্জনা থাকে। ময়লাযুক্ত স্কুলের পেছনের জমি সারা বছর এমনিই পড়ে থাকে। শিক্ষার্থী শাহরিয়ার রহমান আজাদ, তাহসিন হোসেন এবং সুমাইয়া জানান, স্কুলে বাগান করার মাধ্যমে আমরা বীজ রোপণ এবং পরিচর্যা সম্পর্কে জানতে পারছি। আর স্কুলের পাশাপাশি বাড়িতে গিয়েই গাছের চারা রোপণ এবং পরিচর্যা করতে পেরে খুব ভালো লাগছে।

রঙ্গিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন জানান, বিদ্যালয়ে সবজি বাগান এক ধরনের শিক্ষা। এতে করে কোমলমতি ছাত্রছাত্রীরা বীজ, অঙ্কুরোদ্গম, পরিচর্যাসহ যাবতীয় কিছু শিখছে।

মুসলিম এইডের স্কুল ফিডিং প্রোগ্রামের ফিল্ড মনিটর বশির আহমদ জানান, স্কুলের সৌন্দর্য বৃদ্ধি এবং ছাত্রছাত্রীদের নিজ নিজ বাড়িতে গাছের চারা রোপণে উত্সাহ প্রদানে এই উদ্যোগ। তিনি আগামীতে উপজেলার সব প্রাইমারি স্কুলকে সবজি বাগানের আওতায় নিয়ে আসবেন বলে জানান।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. এমদাদ হোছাইন চৌধুরী জানান, বিদ্যালয়ে সবজি বাগানের মাধ্যমে শিক্ষার্থীদের উত্সাহ দেওয়া হচ্ছে। বীজ বপন, পরিচর্যা, অঙ্কুুরোদ্গমন, পোকার আক্রমণ দমনসহ সবকিছু ছাত্রছাত্রীদের হাতেকলমে শিক্ষা দেওয়া হচ্ছে। যাতে করে শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে পতিত জমিতে সবজি বাগান এবং অন্যান্য চারা রোপণে উদ্বুদ্ধ হয়। তিনি এভাবেই উপজেলার সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এবতেদায়ী মাদ্রাসা সবজি বাগানের আওতায় নিয়ে আসতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।সুত্র ইত্তেফাক


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.