এইমাত্র পাওয়া

ডেঙ্গু জ্বরে মারা গেলেন ভিকারুননিসার ছাত্রী

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী অস্মিতা বেগম (১৩) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় তার মৃত্যু হয়। অস্মিতা আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ব্যবস্থাপক প্রকৌশলী আমানাত মাওলার বড়ো মেয়ে। অস্মিতার বাবা আমানাত মাওলা জানান, সম্প্রতি অস্মিতাসহ তার পরিবারের চার সদস্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। সবাইকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অস্মিতার অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য তাকে আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ছয় দিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়।

এদিকে গতকাল স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা ফের বেড়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৮২০ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৩৪৫ জন। ঢাকার বাইরে ৪৭৫ জন। সোমবার সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নন রোগী ভর্তি হন ৭৮৩ জন। সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু আক্রান্ত ৯৫ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে বুধবার দাবি করে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ৭৩ হাজার ৫৬৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ৬৯ হাজার ৭৮৫ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৫৮৮ জন। ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে (ঢাকা শহর ব্যতীত) ১১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ জন, খুলনা বিভাগে ১৪৭ জন, রংপুর বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ৪৩ জন, বরিশাল বিভাগে ৭৮ জন, সিলেট বিভাগে আট জন ও ময়মনসিংহ বিভাগে ২১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.