এইমাত্র পাওয়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যুৎস্পর্শে মারা গেছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. তানভীর আহমেদ মিরাজ।

বৃহস্পতিবার রাত ৯ টায় হাজীগঞ্জে নিজ ঘরে বিদ্যুতের সুইচ দিতে গিয়ে প্রাণ হারান এই মেধাবী শিক্ষার্থী।

মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত দেহ দেখতে শত শত মানুষ ভীড় করছে।

তানভীর আহমেদ মিরাজ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের পূর্ব রাজারগাঁও গ্রামের মকবুল হোসেনের ছেলে। তার বাবা কাপাইকাপ আলিম মাদ্রাসার ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক।

বিষয়টি নিশ্চিত করে পূর্ব রাজারগাঁও গ্রামের বাসিন্দা আইনজীবী ইমাম হোসাইন টিটু যুগান্তরকে বলেন, মিরাজ বিদুতায়িত হয়ে মারা গেছেন। তার মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কার পরিবারকে সান্তনা দেয়ার ভাষা নেই আমাদের। এভাবে একজন মেধাবী তরুণের চলে যাওয়া কাম্য নয়।

হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি বলেন, ঘটনাটি মর্মান্তিক। তবে কেউ এখনও এ বিষয়ে আমাদের জানায়নি। স্থানীয় চেয়ারম্যান এ বিষয়ে কিছুই বলেননি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.