অধ্যায় : মহাবিশ্ব
প্রশ্ন ১: পৃথিবী যেমন সূর্যকে বৃত্তাকার পথে আবর্তন করে, তেমনি পৃথিবীকে ঘিরেও একটি বস্তু আবর্তন করে। এর নাম কী?
উত্তর : চাঁদ।
প্রশ্ন ২ : সৌরজগতের কয়টি গ্রহ আছে?
উত্তর : সৌরজগতের আটটি গ্রহ আছে।
প্রশ্ন ৩ : পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে কী ঘটে?
উত্তর :পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে সেদিকে গ্রীষ্ফ্মকাল হয়। এর বিপরীত অর্থাৎ পৃথিবীর বাকি অর্ধেক দক্ষিণাংশে তখন শীতকাল হয়।
প্রশ্ন ৪ : সূর্য প্রতিদিন কোনদিকে ওঠে আর কোনদিকে অস্ত যায়?
উত্তর : সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়।
প্রশ্ন ৫: পৃথিবীর উত্তর গোলার্ধে কখন গ্রীষ্ফ্মকাল হয়?
উত্তর : যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে তখন সে অংশে গ্রীষ্ফ্মকাল হয়।
প্রশ্ন ৬ : ঋতু পরিবর্তনের কারণ কী?
উত্তর : ঋতু পরিবর্তনের কারণ বার্ষিক গতি।
প্রশ্ন ৭ : পৃথিবী ও অন্যান্য গ্রহ সূর্যকে নির্দিষ্ট পথে আবর্তন করে। এ পথের নাম কী?
উত্তর : এ পথের নাম কক্ষপথ।
প্রশ্ন ৮ : পৃথিবীর বার্ষিক গতি কী?
উত্তর : সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলা হয়।
প্রশ্ন ৯ : আহ্নিক গতি কাকে বলে?
উত্তর:নিজ অক্ষের ওপর পৃথিবীর লাটিমের মতো ঘূর্ণায়মান গতিকে আহ্নিক গতি বলে।
প্রশ্ন ১০ : গ্যালাক্সি কাকে বলে?
উত্তর:অনেকগুলো নক্ষত্র মিলে যে বিশাল সমাবেশ তৈরি হয় তাকে গ্যালাক্সি বলে।
প্রশ্ন ১১ : মহাবিশ্ব কী?
উত্তর:বিপুলসংখ্যক গ্যালাক্সি এবং এদের মধ্যবর্তী স্থান মিলে মহাবিশ্ব।
প্রশ্ন ১২: দিন-রাত কী কারণে হয়?
উত্তর : পৃথিবী তার অক্ষের ওপর দিনে একবার ঘুরপাক খায়। একে পৃথিবীর আহ্নিক গতি বলে। এই আহ্নিক গতির কারণেই পৃথিবীতে দিন ও রাত হয়।
প্রশ্ন ১৩: আকাশে চাঁদকে সব সময় একই আকৃতির মনে হয় না। বিভিন্ন সময়ে চাঁদকে বিভিন্ন দশায় অবস্থান করতে দেখা যায়। এর কারণ কী?
উত্তর : চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সব সময়ই আলোকিত থাকে। কিন্তু পৃথিবীর আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। এর ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.