এইমাত্র পাওয়া

পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদমর্যাদার দুইজন ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়। সোমবার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।

ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিংকে চট্টগ্রাম মেট্রোপলিট পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আতোয়ার রহমানকে ফেনী সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার এবং ময়মনসিংহ হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আলমগীর, পিপিএমকে ঢাকায় এন্টি টেরোরিজম ইউনিটে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.