এইমাত্র পাওয়া

দাপুটে ক্রিকেট খেলবে বাংলাদেশ

নিউজ ডেস্ক।।ক্রিকেটের মানচিত্রে বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের দূরত্ব এখনো অনেক। এশিয়ার উদীয়মান ক্রিকেট দল আফগানরা অবশ্য সীমিত ওভারের ফরম্যাটে বেশ উন্নতি করেছে। বিশেষ করে টি-২০ ফরম্যাটে দারুণ সাফল্য পেয়েছে তারা। তবে সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপে সুবিধা করতে পারেনি দলটি। গত বছর টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানরা সাদা পোশাকে নিজেদের শক্তিমত্তা সেভাবে তুলে ধরতে পারেনি।

সঙ্গত কারণে আসন্ন হোম সিরিজে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশই এগিয়ে থাকার কথা। হোম কন্ডিশন ছাড়াও অভিজ্ঞতাসহ সার্বিক দিক বিবেচনায় বাংলাদেশই এগিয়ে থাকবে। তারপরও দলটা আফগানিস্তান বলে কিছুটা দুর্বলতা বাংলাদেশ দলে থেকেই যাচ্ছে। কারণ গত বছর এই দলটার কাছেই দেরাদুনে ৩-০ তে টি-২০ সিরিজ হেরেছিল সাকিব আল হাসানের দল।

সেই সাকিবের নেতৃত্বেই আগামী মাসে টেস্টে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। জাতীয় দলের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলছেন, দুই দলের এই টেস্ট লড়াইয়ে নিশ্চিতভাবে এগিয়ে থাকবে বাংলাদেশ। একইসঙ্গে তার মতে, দাপুটে ক্রিকেট খেলবে বাংলাদেশ। এবং প্রতিপক্ষকে শাসন করবে। আফগানদের ওপর প্রভাব বিস্তার করে খেলা সম্পর্কে জানতে চাইলে গতকাল মিরপুর স্টেডিয়ামে মিরাজ বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই আমরা শাসন করে খেলার চেষ্টা করব। সে রকম আমরা কাজ করছি। ওদের থেকে আমরা অনেক এগিয়ে থাকব। দিন শেষে আমরা যদি ভালো ক্রিকেট খেলি ওরা কিন্তু আমাদের কাছে ঐরকম কিছুই করতে পারবে না। তারপরেও খেলায় কিন্তু হার জিত থাকবে, ভালো সময়-খারাপ সময় থাকে।’

চট্টগ্রামে ৫ সেপ্টেম্বর শুরু হবে একমাত্র টেস্ট। সেখানে নিজেদের শ্রেয়তর শক্তিধর দল প্রমাণের চেষ্টা করবে টাইগাররা। গতকাল মিরাজ বলেছেন, ‘আমরা যেন ভালো ক্রিকেট খেলি এবং আমরা যেন প্রমাণ করি যে না ওদের চেয়ে ওদের ভালো দল এবং আমরা ভালো ক্রিকেট খেলি বিগত যে কয় বছরে যেটা খেলেছি। এটাই আমরা চেষ্টা করছি, এভাবেই কঠোর পরিশ্রম করছি।’

এক টেস্টের এই সিরিজের জন্য এখন আবুধাবিতে অনুশীলন করছে আফগানিস্তান দল। প্রতিপক্ষকে কিছুটা সমীহ করলেও মিরাজের মতে, সবদিক থেকে এগিয়ে থাকবে বাংলাদেশ দল। গতকাল তিনি বলেছেন, ‘আসলে প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জ। ছোটো আর বড়ো না। কারণ টেস্ট ক্রিকেটে যারাই ভালো খেলবে তারাই কিন্তু জিতবে। কিন্তু তারপরেও আমরা কিন্তু ওদের থেকে অনেক এগিয়ে আছি; অভিজ্ঞতার দিক থেকে, শেষ যে টেস্টটায় আমরা পারফর্ম করেছি এবং হোম কন্ডিশন। ওদের থেকে অনেক দিক থেকেই এগিয়ে আছি। তারপরেও যতই এগিয়ে থাকি, যতই অভিজ্ঞতা থাকুক আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, আমাদের সবাইকে পারফর্ম করতে হবে।’

স্পিন আক্রমণেও বাংলাদেশকে এগিয়ে রাখছেন মিরাজ। এই অফস্পিনারের চোখে, সাকিব, তাইজুল ও তাকে নিয়ে গড়া বাংলাদেশের স্পিন আক্রমণ বেশি শক্তিশালী। অন্তত টেস্টের দিক থেকে বিবেচনা করলে। গতকাল মিরাজ বলেছেন, ‘আমি বলব ওদের থেকে আমাদের টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতা ভালো। ওয়ানডে ক্রিকেট ও টি-২০ ক্রিকেটের চেয়ে টেস্ট ক্রিকেট অনেক পার্থক্য। যেটা ওদের স্পিনাররা করে আসছে। যেমন ওরা ওয়ানডে, টি-২০ তে রান আটকে দিয়ে বল করে বা বিভিন্ন জায়গায় বল করে থাকে। এটার জন্য হয়ত ব্যাটসম্যান চার্জ করে থাকে। টেস্ট ক্রিকেটে কিন্তু ঐরকম কিছু নাই যে জোর করে মারা বা চার্জ করে খেলা। যতক্ষণ ভালো করবে ততক্ষণ টিকে থাকবে। একটা খারাপ করলে ওটাই মারবে।’

দল হিসেবে সেরাটা দিতে পারলে টেস্টের ফলাফল নিজেদের দিকেই আশা করছেন মিরাজ। এবং সব ধরনের উইকেটেই আফগানদের খেলতে প্রস্তুত ডানহাতি এই অলরাউন্ডার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.