এইমাত্র পাওয়া

পরিবহন প্রশাসককে ইবি ছাত্রমৈত্রীর স্মারকলিপি

ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) পরিবহন ব্যাবস্থায় গতিশীলতার জন্য ৯দফা দাবিতে পরিবহন প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রমৈত্রী। রোববার বেলা ১২টায় পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের কার্যালয়ে তারা এ স্মারকলিপি প্রদান করে।

দাবিসমূহ হলো, চাহিদা অনুযায়ী বিশ^বিদ্যালয়ের নিজস্ব পরিবহন বৃদ্ধি করা, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করা, কুষ্টিয়া এবং ঝিনাইদহ শহরে বিশ^বিদ্যালয়ের নিজস্ব টার্মিনাল স্থাপন, ক্যাম্পাসের বাস টার্মিনালে যাত্রী ছাউনি নির্মান করা, প্রত্যেক গাড়িতে হেলপার নিয়োগ দেয়া, গাড়িতে রুটপ্লান ও রুটের কর্মকর্তার মুঠোফোন নাম্বার সম্বলিত স্টিকার/প্লাকার্ড সংযোজন, পরিবহন শ্রমিক দ্বারা শিক্ষার্থী লাঞ্চিত হলে তার যথাযথ পদক্ষেপ গ্রহণ ও ক্যাম্পসের অভ্যন্তরে যানবহনের সর্বোচ্চ গতিসীমা ১৫ কি.মি. করা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ছাত্রমৈত্রীর শাখা ভারপ্রাপ্ত সভাপতি আরিফুজ্জামান আরিফ, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক শামিমুল ইসলাম সুমন, প্রকাশনা সম্পাদক মোরশেদুল ইসলাম এবং সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আশিকুল ইসলাম পাটোয়ারী সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, ‘এই দাবিগুলো সাধারণ শিক্ষাথীদের প্রাণের দাবি। স্যার আমাদের দাবিগুলো বাস্তবায়নের আশ^াস দিয়েছেন। আশা করি আমরা অতি তাড়াতাড়ি এর বাস্তবায়ন দেখতে পাব।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.