এইমাত্র পাওয়া

জেএসসি পরীক্ষা প্রস্তুতি-বাংলাদেশ ও বিশ্বপরিচয়

নিচের অনুচ্ছেদটি পড় ১ – ৫  নং প্রশ্নের উত্তর দাও : শামীম পত্রিকা খুলে দেখে পাকবাহিনীর গণহত্যা ও নির্যাতনের ওপর একটি প্রবন্ধ ছাপা হয়েছে। তাতে লেখা আছে- ২৫-২৬ মার্চ পাকবাহিনী ৭ হাজার বাঙালিকে হত্যা করে। এটি মুক্তিযুদ্ধের শুরুতে প্রথম গণহত্যা। বহু বধ্যভূমিতে হাজার হাজার লোককে হত্যা করা হয়।

১। উদ্দীপকে উল্লেখিত প্রথম গণহত্যা কোথায় পরিচালিত হয়েছিল ?

(ক) চট্টগ্রাম বিভাগে (খ) ঢাকা বিভাগে

(গ) রাজশাহী বিভাগে (ঘ) খুলনাবিভাগে।

২। উক্ত গণহত্যার কারণ হলো- (i) বাংলাকে নিশ্চিহ্ন করা (ii) বাংলার সকল শক্তিকে নস্যাত্ করা (iii) বাঙালিদের পাকবাহিনীর পক্ষে নেয়া।

নিচের কোনটি সঠিক

(ক) i ও ii (খ) ii

(গ) i ও iii (ঘ) i, ii ও iii।

৩। বাংলাদেশে ঔপনিবেশিক যুগ ছিল কোনটি?

(ক) ১৫৭৫-১৮৫৭ সাল

(খ) ১৭৮১-১৮৫৭ সাল

(গ) ১৭৫৭-১৯৪৭ সাল

(ঘ) ১৮৫৭-১৯৫৭সাল।

৪। কোন জমিদাররা ময়মনসিংহ অঞ্চলে ছিলেন ? (ক) মুক্তাগাছার জমিদাররা

(খ) ভাওয়ালের জমিদাররা

(গ) তাজহাটের জমিদাররা

(ঘ) ভবানীপুরের জমিদাররা।

৫। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান বলতে কোনটিকে বোঝায় ? (ক) কুমিল্লা শহর (খ) কুষ্টিয়ার শিলাইদহ

(গ) গোপালগঞ্জ (ঘ) বাগেরহাট ।

নিচের অনুচ্ছেদটি পড় ৬ এবং ৭ নং প্রশ্নের উত্তর দাও : মনু মাঝি নৌকা বাইছে। নতুন ধানে ভরা নৌকা। মনের সুখে গলা ছেড়ে গাইছে বাংলার চির পরিচিত একটি গান। ‘মনমাঝি তোর বৈঠা নেরে আমি আর বাইতে পারলাম না’

৬। মনু মাঝি কোন ধরনের গান গাইছেন? (ক) মুর্শিদি (খ) ভাওয়াইয়া

(গ) বারমাস্যা (ঘ) বাউল ।

৭। মন ুমাঝির গানের মধ্যে কোনটি বেশি প্রকাশ পেয়েছে ?

(ক) আধ্যাত্মিক সাধনা (খ) নৈসর্গিক অবস্থা

(গ) নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য

(ঘ) সাহিত্য শিল্পের চর্চা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.