এইমাত্র পাওয়া

ছাদ থেকে পড়ে বিএএফ শাহীন কলেজের ছাত্রের মৃত্যু

পুরান ঢাকার স্বামীবাগের করাতিটোলায় ছাদ থেকে পড়ে সাব্বির হোসেন রাফি (১৮) নামে বিএএফ শাহীন স্কুল ও কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত সাব্বির ওই কলেজের প্রথম বর্ষের ছাত্র।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিলে বেলা সাড়ে ১১টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ছাত্রের চাচা জামাল সরদার জানান, রাফি পরিবারের সঙ্গে গেন্ডারিয়া স্বামী করাতিটোলা এলাকায় ২৪/৩ নাম্বার বাড়ির চারতলার নিচতলায় ভাড়া থাকতেন। তারা চার ভাই-বোনের মধ্যে রাফি দ্বিতীয়। সকালে রাফি দাঁত মাজতে মাজতে ছাদে যায়। ছাদের রেলিং না থাকায় অসাবধানতাবশত হঠাৎ সে নিচে পড়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় সালাউদ্দিন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় । সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢামেকে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাফির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.