সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আফতাবউদ্দিন কলেজ, পিরোজপুর-এ গ্রন্থাগারিক সৃষ্ট-০১, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর সৃষ্ট-০১, ল্যাব সহকারী (আইসিটি সৃষ্ট-০১, পদার্থ বিজ্ঞান সৃষ্ট-০১, রসায়ন সৃষ্ট-০১) পদে লোক নিয়োগ দেয়া হবে। গ্রন্থাগারিক ৫০০/- (পাঁচশত), অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর ৪০০/- (চারশত) এবং ল্যাব সহকারী পদে ৩০০/- (তিনশত) টাকার পোষ্টাল অর্ডার/ পে-অর্ডার (অফেরতযোগ্য), ০২ কপি পাসপোর্ট আকারের রঙ্গিন ছবি এবং বিধি মোতাবেক শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ আগ্রহী প্রার্থীগণকে বিজ্ঞপ্তি প্রকাশের ২০ (বিশ) দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর আবেদন করতে হবে। সহদেব চন্দ্র পাল, অধ্যক্ষ, আফতাবউদ্দিন কলেজ, পিরোজপুর।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.