এইমাত্র পাওয়া

বরিশালে উত্তরপত্র জালিয়াতির শাস্তি পেলো ১৮ পরীক্ষার্থী

বরিশাল প্রতিনিধি
২০১৯ সালের অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় নিয়ম লঙ্ঘন করে অংশ নেয়া ও উত্তরপত্র জালিয়াতির বিষয় প্রমাণিত হওয়ায় বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ১৮ পরীক্ষার্থীকে শাস্তি দিয়েছে। এরমধ্যে ওই ১৮ পরীক্ষার্থীর এইচএসসি পরীক্ষা বাতিল ও একইসাথে পরবর্তী তিন বছরের জন্য তারা পরীক্ষা দেয়ার অনুমতি পাবে না।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক মো. আনোয়ারুল আজিম জানান, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা গ্রহণ ও শাস্তির ৪২ নম্বর আইনের ৮ ধারা অনুযায়ী পরীক্ষার্থীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এর আগে গত ৯ আগস্ট শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে ওই ১৮ পরীক্ষার্থীর অভিভাবকরা সাংবাদিক সম্মেলন করেন। যেখানে ১৮ পরীক্ষার্থীর ফলাফল অনৈতিকভাবে স্থগিত (উইথেলড) রাখার অভিযোগ করেন অভিভাবকরা। একইসাথে বোর্ড কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত ও জিজ্ঞাসাবাদের নামে এক পরীক্ষার্থীকে রুমের মধ্যে আটক করে মারধরের অভিযোগও করা হয়।

অভিযোগ প্রসঙ্গে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, অভিভাবকরা সাংবাদিক সম্মেলন এমনকি চাইলে আইনি সহায়তাও নিতে পারেন। কিন্তু আমরাও বোর্ডের নিয়মের বাইরে যেতে পারি না।

ওই ১৮ পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করে পরীক্ষায় অংশ নিয়েছিল। অপরদিকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বোর্ডের অফিস সহকারী গবিন্দকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলেও চেয়ারম্যান উল্লেখ করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.