নিউজ ডেস্ক।।
রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ উদযাপন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকের সমন্বয়ে রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজে ব্যাপক কর্মসূচী পালিত হয়। সকাল ৮.৩০ মিনিটে কালোব্যাজ ধারণ পূর্বক শোক র্যালির মাধ্যমে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পাঞ্জলি অর্পণ করে কর্মসূচীর সূচনা হয়। পরে কলেজ অডিটোরিয়ামে নির্ধারিত কবিতা আবৃত্তি, প্রবন্ধ পাঠ, শিক্ষার্থীদের বক্তব্য, আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো: আকবর হোসেন, মাননীয় অধ্যক্ষ রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। প্রধান অতিথি তাঁর বক্তেব্যে জাতির পিতার আদর্শ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.