নিউজ ডেস্ক।।
ডাকসু ভিপি নুরুল হক নুর বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক জ্বালাময়ী স্ট্যাটাস দেন । জিএস রাব্বানীর কমেন্টকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বির্তক। এতে পক্ষে বিপক্ষে কমেন্টের ঝড় বয়ে যাচ্ছে। আর এতে মন্তব্য করেন ডাকসু জিএস গোলাম রাব্বানী।
নুর তার স্ট্যাটাসে লেখেন, ‘হামলা-মামলা, মৃত্যুর ভয় নুর করে না। এসব হুমকি দিয়ে লাভ নেই। যে কয়দিন বাঁচবো বীরের মতো মাথা উঁচু করেই চলবো। কারো ভয়ে পিছু হঠা ছেলে নুর নয়। প্রয়োজনে সামনে থেকে রক্ত ঝরাবো তবে শেষ দেখে ছাড়বো। ভয় করলে সেই ১৮ সালের ৩০ জুনই থেমে যেতাম। জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত মানুষের অধিকার আদায়ে প্রতিবাদ-প্রতিরোধ, সংগ্রাম চলবে এবং সেটা এ দেশে থেকেই। পরিশেষে বলবো, যত বার হত্যা করো, জন্মাবো আবার। দারুণ সূর্য হবো লিখবো নতুন ইতিহাস ‘
নুরের এ স্ট্যাটাসের কমেন্ট বক্সে গোলাম রাব্বানী লেখেন, ‘আমার ভিপিকে আবার কে হুমকি দিলো! কার এত সাহস? ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দে, আবার তালা লাগা।’
এরপরই কমেন্টের ঝড় বয়ে যায় রাব্বানীর এ মন্তব্যের পক্ষে বিপক্ষে। নুরকে তুই বলে সম্বোধন করায় জাকির খান নামক একজন কমেন্ট করেন, ‘গোলাম রাব্বানী, ভিপি কে তো তার সম্মান টাই দিয়ে কমেন্টটা করতে পারলেন না, ক্লাস- পরীক্ষা বর্জনের ডাক দে, একজন ভিপিকে তুই সংবর্ধনা করা কি একজন ছাত্রলীগের মানায়?’
এর উত্তরে রাব্বানী বলেন, ‘নুর আমার কর্মীরও কর্মী। সাত বছরের ছোট, তো ছোট ভাইকে ভালোবেসে তুই না ডেকে আপনি ডাকলে ভালো হয়? তিনি আরও বলেন, ‘নুর আমার আদরের ছোট ভাই। যদিও অনেকটা বিভ্রান্তিতে আছে, তবুও আমি চাই ছেলেটা কারো কুপরামর্শ নিয়ে আর বিপথে না যাক।’
সবশেষ নুরের স্ট্যাটাসে জিএস রাব্বানীর কমেন্টকে কেন্দ্র করে হাজারের অধিক মন্তব্য পড়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.