ট্রেন দুর্ঘটনায় ওসমানী হাসপাতালের দুই নার্সিং শিক্ষার্থী নিহত

ট্রেন দুর্ঘটনায় সিলেট ওসমানী হাসপাতালের নার্সিং এর দুইজন শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

নিহতরা হলেন- সানজিদা আকতার ও ইভা। তারা দুজনেই নার্সিং তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সানজিদার বাড়ি বাগেরহাটে আর ইভার বাড়ি সিলেটে।

মৌলভীবাজারের কুলাউড়ায় সেতু ভেঙে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। অপর দুইজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।\

শতাধিক আহতের মধ্যে অন্তত ২৮ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এদের মধ্যে ২৫ জন পুরুষ ৩ জন নারী। আহতরা বেশিরভাগ ক্যাজুয়েলিটি বিভাগে ভর্তি রয়েছেন।

কর্তব্যরত ডাক্তার সুব্রত ভট্টাচার্য জানান, কেউই গুরুতর আহত নন। প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সার্বিকভাবে প্রস্তুত রয়েছে।

আহত ট্রেনযাত্রীরা জানান, গতকাল ট্রেনটি সেতুর উপর দিয়ে দ্রুত চলার কারণেই এই দুর্ঘটনা ঘটে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.