এইমাত্র পাওয়া

শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজে ২ কোটি টাকার বাজেট অনুমোদন

মোঃ মোজাহিদুর রহমান :

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজে ২,২০,৮৪,৪০৯.৯৫ (দুই কোটি,বিশ লক্ষ চুরাশি হাজার চারশত নয় টাকা পঁচানব্বই পয়সা) টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন কলেজ অধ্যক্ষ ও সদস্য সচিব বটু গোপাল দাস।

বাজেট অনুমোদন করেন কলেজের প্রতিষ্ঠাতা, খুলনা জেলার সেরা বিদ্যোৎসাহী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। কলেজ গভর্ণিং বডির সভায় সর্বসসম্মত ভাবে বাজেট অনুমোদন দেয়া হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন গভর্ণিং বডির সদস্য ও শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সহিদুল ইসলাম, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান কলেজের অভিভাবক সদস্য আলহাজ্ব মো: গিয়াস উদ্দীন গাজী, জিবি সদস্য ডা: উৎপল কুমার দেবনাথ, স.ম. আব্দুর রব, মোঃ ফারুকুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ আলী, শিক্ষক প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, দীপালী রানী বিশ্বাস প্রমুখ। সভা শেষে প্রতিষ্ঠাতা ও গভর্ণিং বডির সভাপতি স্বপন দাস কলেজের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন করেন।

তিনি বলেন আগামী প্রতিষ্ঠা বার্ষিকির অনুষ্ঠানে কলেজের ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন সহ সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও প্রতিষ্ঠাতার মুরাল উদ্বোধনে বাগেরহাট-২ এঁর মাননীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.