এইমাত্র পাওয়া

শিক্ষকদের ওপর হা ম লার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ

ঢাকাঃ ঢাকা জাতীয় প্রেসক্লাবে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে দিনাজপুরের খানসামায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষক-কর্মচারীরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মিছিল নিয়ে বের হন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন— খানসামা উপজেলা শিক্ষক আন্দোলন সমন্বয়ক কমিটির আহ্বায়ক শাহারিয়া জামান শাহ নিপুন, যুগ্ম আহ্বায়ক আ. স. ম. গোলাম কিবরিয়া ও মো. মন্টু ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী জিন্না, আ. বারী, আবু হায়াত মো. নূর, আবু রায়হান, আমিনুল ইসলাম, মৃতুঞ্জয় রায়, শাহ মো. ময়নুল (মানু), সাজ্জাদ হোসেন, জুয়েল রানা, গোলাম রাশেদ চৌধুরী, ওসমান গণি ও আঃ হাইসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারী নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে পুলিশের লাঠিপেটায় একাধিক শিক্ষক আহত হয়েছেন। এটি ন্যক্কারজনক ও অমানবিক ঘটনা। দেশের ভবিষ্যৎ নির্মাণে নিয়োজিত শিক্ষক সমাজকে দমন করে ন্যায্য দাবি রোধ করা যাবে না।

বক্তারা আরও বলেন, শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ২০%, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন করতে হবে। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তারা ঢাকায় সংঘটিত হামলার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/১০/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading