এইমাত্র পাওয়া

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণি কর্মচারী পরিষদের সভাপতি আনোয়ার, সম্পাদক জাফর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা; রাজধানীর মিরপুরে হযরত শাহ আলী মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের হিসাবরক্ষক মো: আনোয়ার হোসেনকে সভাপতি এবং জামালপুরের বিয়ারা পলাশতলা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম হিসাব সহকারী জাফর আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।  ১৬২ জন কার্য নির্বাহী কমিটি ও তিনজন প্রেসিডিয়াম সদস্য মনোনীত করে আগামী তিন বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।  কমিটির মেয়াদ হবে ৩ বছর

মঙ্গলবার (০১ জুলাই) বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণিকর্মচারী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক জিয়া উদ্দন সরদার এবং সদস্য সচিব মোঃ সোলায়মান হোসেন প্রামানিক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। 

২০২০ সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া বাস্তবায়নের জন্য গঠিত হয় বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ। ইতিমধ্যে কর্মচারীদের বেতন গ্রেড ও পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা যোগ্যতার বৃত্তিতে পদন্নোতি ২০১২ সালের কর্মচারীদের চাকুরী বিধি বাস্তবায়ন, সরকারী নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতাসহ সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারী করণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাফর আলী জানান, অন্তর্বতীকালীন সরকারের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আমরা কর্মচারীদের দাবীগুলো নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি আশা করি দ্রুতই কর্মচারীদের বৈসম্য সমাধানের উদ্যোগ নিবে বর্তমান সরকার।নব নির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন বলেন কর্মচারীদের দাবী নিয়ে সরকারের সাথে আলোচনা ও কুটনৈতিক তৎপরতা চলছে ন্যায্য সরকার সমাধানের উদ্যোগ না নিলে আমরা সকল কর্মচারীদের সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাবো।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন,  সিনিয়র সহ সভাপতি ঢাকার মিরপুরের বশির উদ্দিন আদর্শ স্কুল এন্ড কলেজের হিসাব রক্ষক মো: সোলাইমান হোসেন প্রামানিক দিঘলিয়া উচ্চ বিদ্যালয়ের হিসাব সহকারী মো: আ: করিম শেখ সংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছে। এ ছাড়া প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন জিয়া উদ্দিন সরদার (জিয়া শাহিন), কার্তিক সরকার ও নার্গিস নাহার।

সাবেক আহবায়ক কমিটির আহবায়ক জিয়া সরদার(জিয়া শাহীন) জানান, নব গঠিত কমিটির ১৬২ জন কার্যনির্বাহী কমিটি ও তিনজন প্রেসিডিয়াম সদস্য মনোনীতি করা হয়েছে। এই কমিটির মেয়াদ আগামী ৩ বছর।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading