নাটোরঃ ২৫ বছর আগে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন নাটোরের লালপুরের ৪০ বছর বয়সী আব্দুল হান্নান; কিন্তু পাস করতে পারেননি। তারপরও হাল ছাড়েনি আব্দুল হান্নান। এবারের এইচএসসি ২০২৫ পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। তার মেয়ে হালিমা খাতুনও পৃথক কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। শিক্ষার কোন বয়স নেই; তারই উদাহরণ তৈরি করলেন তিনি।
আব্দুল হান্নান জানান, ১৯৯৮ সালে তিনি নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। পরবর্তীতে আর লেখাপড়া করা হয়নি, নেমে পড়েন সংসার জীবনে। এরপর দীর্ঘ ২৫ বছর পর ২০২৩ সালে রুইগাড়ি হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন। প্রথমে তিনি কাউকে না জানিয়ে স্কুলে ভর্তি হন এবং তার মেয়ের সঙ্গে পরীক্ষা দিয়ে এসএসসি পাস করেন এবং বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে প্রশংসায় ভাসতে থাকেন আব্দুল হান্নান। এ বছর তিনি বাঘা কাকড়ামারি কলেজ থেকে এবং তার মেয়ে হালিমা খাতুন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।
এই বয়সেও পড়াশোনা কেন- এমন প্রশ্নের জবাবে আব্দুল হান্নান বলেন, আমার এসএসসি পাস করার প্রবল ইচ্ছা দিনে দিনে প্রবল হতে থাকে। এজন্য ২০২১ সালে উপজেলার রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ে নবম (ভোকেশনাল) শ্রেণিতে ভর্তি হই।
এসএসসি পরীক্ষার সময় তিনি বাবার কাছ থেকে পাওয়া চায়ের দোকান চালাতেন। চা বিক্রি করে লেখাপড়া কঠিন হয় তাই চায়ের দোকান ভাড়া দিয়ে তিনি এখন নিজের জমিজমা দেখাশোনা ও কৃষি কাজ করছেন এবং পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাচ্ছেন।
আব্দুল হান্নানের প্রবল ইচ্ছে তারা বাবা মেয়ে একসাথে মাস্টার্স পাশ করবেন।
আব্দুল হান্নান লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত. লাল মিয়ার ছোট ছেলে। সংসার জীবনে তার স্ত্রী, মেয়ে ও দুই ছেলে রয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.