এইমাত্র পাওয়া

শিক্ষা ক্যাডারদের দিয়েই শিক্ষা মন্ত্রণালয় চালাতে হবে: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা ক্যাডারদের দিয়েই শিক্ষা মন্ত্রণালয় চালাতে হবে উল্লেখ করে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের যে ক্যাডার সার্ভিস রয়েছে তারা এই মন্ত্রণালয়টি চালাবেন। তাদের অভিজ্ঞতা থেকেই তারা চালাবেন।

শুক্রবার (২৭ জুন) জাতীয় প্রেসক্লাবে এডুকেশন ডেভেলপমেন্ট ক্যাম্পেইন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়কে অবহেলার মন্ত্রণালয় করা হয়, আমার অভিজ্ঞতায় দেখেছি, অন্যান্য মন্ত্রণালয় থেকে এই মন্ত্রণালয়ে প্রশাসনিক কর্মকর্তারা আসেন। তারা আবার চলে যান, এই মন্ত্রণালয়ে থাকেন না। অর্থাৎ বাইরে যাওয়ার জন্য তারা এই মন্ত্রণালয়ে আসেন, সে সুযোগটি নেয়ার জন্য তারা আসেন। শিক্ষা মন্ত্রণালয়ে যারা থাকবেন, তাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ে থাকতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের যে ক্যাডার সার্ভিস রয়েছে তারা এই মন্ত্রণালয়টি চালাবেন। তাদের অভিজ্ঞতা থেকেই তারা চালাবেন।

তিনি বলেন, এই সরকার অর্থাৎ অধ্যাপক ড. ইউনূসের সরকার শিক্ষাকে প্রধান্য দেবেন- এমন আশা করেছিলাম, কিন্তু দেখলাম বাজেটে খানিকটা সংকোচন হয়েছে, বৃদ্ধি পায়নি। আমরা খুব আশাহত হলাম। আমরা ভেবেছিলাম শিক্ষা কমিশন হবে, নট সংস্কার কমিশন, শিক্ষার একটি পার্মানেন্ট কমিশন হবে। কিন্তু সেটা হয়নি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, শিক্ষার উন্নতি না করতে পারলে জাতির উন্নতি করবো কীভাবে। বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে সে নির্বাচনের মাধ্যমে যারাই সরকার গঠন করুক না কেনো সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত হবে শিক্ষাকে। শিক্ষার মাধ্যমে যদি বিদেশের সঙ্গে কাজ করতে পারি তাহলে অনেক উন্নতি করা যাবে।

জয়নুল আবদিন ফারুক বলেন,শিক্ষা ব্যবস্থাতে যে দুর্নীতিটা রয়েছে সেগুলো ঠিক করতে হবে। শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে দীপু মনি, কি যেনো দাতের ডাক্তার। তাকে একবার বানানো হলো পররাষ্ট্রমন্ত্রী। আবার আরেকজনকে বানানো হলো কি নওফেল, বাপ-দাদার চৌদ্দগোষ্ঠীর নামও শুনিনি। শিক্ষাখাতকে হাসিনা ও তার বাবা শেখ মুজিব ধ্বংস করেছে, এই দুইজনেই বেশি শেষ করেছে। আমরা আশাবাদী শিক্ষাব্যবস্থাসহ সব নির্ভর করবে আগামী সরকারের ওপর। আর বিলম্ব না করে নিবার্চন দিতে হবে। মানুষের এখন নির্বাচনের অপেক্ষা করছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading