এইমাত্র পাওয়া

চাঁদপুরের শাহরাস্তিতে ইউএনও বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চাঁদপুরঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ও পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

শুক্রবার (২৭ জুন) উপজেলার দোয়াভাঙ্গা গেট এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের পাশে আয়োজিত মানববন্ধনে অংশ নেন সাধারণ মানুষ।

মানববন্ধনে পৌরসভার বাসিন্দা মো. ইকবাল হোসেন প্রিন্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন মো. আফজাল হোসেন, মো. একরামুল হক, মো. শফিকুল ইসলাম, মো. রবিউল আলম, মো. আব্দুল খালেক, মো. সুমন, মো. মোতালেব ও জাবেদ মাহমুদ।

এ সময় বক্তারা বলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা একজন সৎ, দক্ষ, সাহসী এবং কর্মনিষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা। তার নেতৃত্বে আমাদের উপজেলা উন্নয়নের এক নতুন দিগন্তে পৌঁছেছে। বিগত ৫০ বছরে রাজনৈতিক প্রভাবের কারণে যে সকল কাজ কোনো প্রশাসনিক কর্মকর্তা হাতে নিতে পারেননি, তিনি তা নিয়ে বাস্তবায়ন করেছেন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, প্রশাসনিক সেবাসহ প্রতিটি খাতে তার কার্যকর উপস্থিতি উপজেলার মানুষ প্রত্যক্ষ করেছে।

বক্তারা আরও বলেন, ইউএনও ছিলেন দুর্নীতির বিরুদ্ধে আপসহীন। পাশাপাশি তিনি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। এমন একজন নিষ্ঠাবান কর্মকর্তার এই মুহূর্তে বদলি কোনোভাবেই যৌক্তিক নয়। এই বদলি আদেশ শুধু একটি দায়িত্ব পরিবর্তন নয়, বরং শাহরাস্তি উপজেলা ও পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত করার মাধ্যম।

তারা আরও বলেন, আমরা চাই, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই আদেশ পুনর্বিবেচনা করে ইউএনও নিগার সুলতানার বদলি আদেশ বাতিল করবেন। পাশাপাশি, শাহরাস্তি উপজেলার অসম্পূর্ণ কাজগুলো তার উপস্থিতিতে সম্পন্ন করার সুযোগ দেওয়া হোক।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading