এইমাত্র পাওয়া

সৌদি লিগ এখন বিশ্বের সেরা পাঁচে: রোনালদো

নিজস্ব প্রতিবেদক।।

সৌদি প্রো লিগকে বিশ্বের সেরা পাঁচটি ফুটবল লিগের একটি বলে মন্তব্য করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব আল নাসরের সঙ্গে নতুন করে আরও দুই বছরের চুক্তি নবায়নের পর এমন দাবি করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড।

গত বৃহস্পতিবার আল নাসর কর্তৃপক্ষ রোনালদোর সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দেয়। এই চুক্তি অনুযায়ী, রোনালদো ৪২ বছর বয়স পেরিয়ে গেলেও ক্লাবের সঙ্গে থাকবেন। নতুন মেয়াদে ২০২৭ সাল পর্যন্ত সৌদি ক্লাবটির জার্সি গায়ে খেলবেন তিনি।

এক ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘আমরা এখনও উন্নতির পথে আছি। তবে আমি বিশ্বাস করি, এই মুহূর্তে সৌদি প্রো লিগ বিশ্বসেরা পাঁচটি লিগের মধ্যেই পড়ে। গত দুই বছরে এই লিগের অগ্রগতি প্রমাণ করেছে, এখানকার প্রতিযোগিতা বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি খুশি কারণ আমি জানি এই লিগ অনেক প্রতিযোগিতামূলক। যারা কখনও সৌদি আরবে খেলেনি, তারাই বলে থাকে এটি সেরা পাঁচে পড়ে না। তারা ফুটবল বোঝে না। আমি যা বলছি, যারা এই লিগে খেলে তারাই ভালোভাবে বুঝতে পারবে।’

রোনালদো ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবকে স্বাগত জানান এবং এই কারণেও তিনি সৌদিতে থেকে যাচ্ছেন বলে মন্তব্য করেন।

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা বলেন, ‘এই কারণেই আমি থাকতে চাই — কারণ আমি এই প্রকল্পে বিশ্বাস করি। শুধু আগামী দুই বছরের জন্য নয় বরং ২০৩৪ সাল পর্যন্ত (থাকতে চাই), যখন সৌদি আরবে বিশ্বকাপ হবে। আমি বিশ্বাস করি, সেটিই হবে ইতিহাসের সবচেয়ে সুন্দর বিশ্বকাপ।’

পর্তুগাল অধিনায়ক আরও জানান, তার লক্ষ্য আল নাসরের হয়ে একটি বড় ট্রফি জেতা। উল্লেখ্য, ২০২২ সালের শেষ দিকে ক্লাবে যোগ দেওয়ার পর এখনো বড় কোনো শিরোপা অর্জন করতে পারেননি তিনি।

রোনালদো আরও বলেন, ‘আমার লক্ষ্য আল নাসরের হয়ে কিছু গুরুত্বপূর্ণ জয়। আমি এখনও বিশ্বাস করি সেটা সম্ভব। তাই আমি আরও দুই বছরের জন্য চুক্তি করেছি। কারণ আমি বিশ্বাস করি আমি সৌদি আরবে চ্যাম্পিয়ন হবো।’

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর আল নাসরের হয়ে ১০৫ ম্যাচে ৯৩ গোল করেছেন রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলকের দিকে ছুটতে থাকা এই তারকা এখন পর্যন্ত ক্লাব ফুটবলে ৭৯৪ এবং পর্তুগালের হয়ে ১৩৮ গোলসহ ৯৩২টি গোল করেছেন।

শিক্ষাবার্তা /এ/ ২৯/০৬/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading