নোয়াখালীঃ শিক্ষকদের দায়িত্বের প্রতি উদাসীনতার কথা তুলে ধরে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, আমি অনুরোধ করব, বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দির মধ্যে রাজনীতি করবেন না। যদি রাজনীতি করতে চান, তবে শিক্ষকতা ছেড়ে রাজনীতি করুন। রাজনীতিতে আপনাদের মতো শিক্ষিত মানুষের প্রয়োজন আছে।
সোমবার (২৩ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৯তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত রিসার্চ ফেয়ার ও অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, গত ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনে দেশের শিক্ষাব্যবস্থা দুমড়েমুচড়ে গেছে। আমাদের নাগরিক থেকে অধিকারহীন জাতিতে পরিণত করতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করা হয়েছিল। শিক্ষকরা ক্লাসের চেয়ে রাজনৈতিক আড্ডায় বেশি সময় দিতেন। গবেষণার চেয়ে দলীয় রাজনীতি তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।
তিনি আরও বলেন, গুম-খুনের রাজনীতির মাধ্যমে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে অপরাজনীতির ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে। নবীন শিক্ষার্থীদের গেস্টরুম ও গণরুমের নামে নির্যাতন চালানো হতো। প্রটোকলের নামে তাদের রাজনৈতিক হয়রানির শিকার হতে হতো শিক্ষার্থীদের।
শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা বৈষম্য দূর করার সবচেয়ে বড় মাধ্যম। আমাদের সম্পদের সীমাবদ্ধতা থাকলেও ইচ্ছাশক্তির কোনো অভাব নেই। তাই শিক্ষাব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। গবেষণায় জোর দিতে হবে এবং চিন্তার বিপ্লব ঘটাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. মো. রেজুয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ), নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মো. হায়দার আলী খান, জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুকসহ নোবিপ্রবি ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
অনুষ্ঠানে শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য ১০১ জন শিক্ষক ও শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ ছাড়াও দিনব্যাপী রিসার্চ ফেয়ারের আয়োজন করে নোবিপ্রবি প্রশাসন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.