এইমাত্র পাওয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষক-কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষক-কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। গতকাল শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৬৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে ধানমন্ডির নগর কার্যালয়ে সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও ১৯ জন কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় অবসরে পাঠানো হয়।

২৫ বছর চাকরির মেয়াদ হওয়ায় ঐচ্ছিক অবসর এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কোনো কর্মচারীকে অবসর প্রদান করার বিধান জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি সংবিধিতে অন্তর্ভুক্ত করে চাকরি সংবিধি সংশোধন করার প্রস্তাব সিন্ডিকেটের ২৬৩তম সভায় অনুমোদিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশনে অনুসমর্থিত হওয়ায় উক্ত বিধি অনুযায়ী সিন্ডিকেট এই ২০ শিক্ষক ও কর্মকর্তাকে অবসর প্রদান করেছে।

যাঁরা বাধ্যতামূলক অবসর পেলেন

অধ্যাপক ড. আবু মো. ইকবাল রুমী শাহ্, উপরেজিস্ট্রার মো. হারুন অর রশিদ, উপরেজিস্ট্রার সরকার মোহাম্মদ এরশাদ, উপরেজিস্ট্রার মাহাবুবা খানম, উপরেজিস্ট্রার নাদিরা বেগম, উপরেজিস্ট্রার মো. মামুনুর রশিদ, উপরেজিস্ট্রার সুব্রত সাহা, উপরেজিস্ট্রার মনজু সরকার, উপরেজিস্ট্রার মো. শাহাজামাল, উপরেজিস্ট্রার মো. ওয়াজিয়ার রহমান, উপরেজিস্ট্রার মো. রাফিজ আলী খান, উপরেজিস্ট্রার মো. আবদুর রাকিব, উপপরিচালক মো. সুলতান উদ্দিন, উপপরিচালক মো. আসাদুজ্জামান খান, উপপরিচালক সাকিল আহম্মেদ, উপপরিচালক জাহানারা বেগম, সহকারী রেজিস্ট্রার আফরোজ আহমেদ বর্ণা, সহকারী রেজিস্ট্রার মাহফুজা খাতুন, সহকারী পরিচালক এ কে এম সেলিম রেজা এবং সেকশন অফিসার মানিক চক্রবর্তী।

সিন্ডিকেট সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম তালুকদার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রারসহ সিন্ডিকেটের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৭ ডিসেম্বর সিন্ডিকেটের ২৬৫তম সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও ২০ শিক্ষক-কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading