রংপুরঃ রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মুদি দোকানি ছমেছ উদ্দিন হত্য মামলায় গ্রেপ্তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহামুদুল হকের জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২২ জুন) বিকেল ৫টার দিকে রংপুর মহানগর দায়রা জজ আদালত-১ এর বিচারক মোছা. মার্জিয়া খাতুন মামলার চার্জশিট না দেওয়া পর্যন্ত জামিন আবেদন মঞ্জুর করেন।
মাহামুদুল হকের আইনজীবী রোকনুজ্জামান রোকন বলেন, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে জামিন আবেদন করে আদালতকে বলেছি, যে হত্যা মামলায় মাহামুদুল হককে গ্রেপ্তার করা হয়েছে, সেই ঘটনা নিয়ে বিতর্ক উঠেছে। মাহামুদুল হক জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিলেন।
আবু সাঈদ হত্যার পর তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু তাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। মাহামুদুল হক নির্দোষ। আমাদের বক্তব্য শুনে আগামী মঙ্গলবার জামিন শুনানীর দিন ধার্য করেছিলেন। পরে আমরা ওই আদেশ নিয়ে মহানগর দালা জজ আদালতে জামিন আবেদন করি। আদালত শুনানী শেষে জামিন মঞ্জুর করেছেন।
এদিকে মাহামুদুল হকের জামিন শুনানির খবর শুনে সকালেই আদালত চত্বরে জড়ো হন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। এ সময় মাহামুদুল হকের মুক্তি চেয়ে স্লোগান তোলেন। ‘জুলাই নিয়ে টালবাহানা চলবে না’, ‘মাহামুদুল হকের নিঃশর্ত মুক্তি চাই’, ‘জুলাই নিয়ে বাণিজ্য বন্ধ করো’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
জামিন শুনানীর সময় আদালতে উপস্থিত মাহামুদুল হকের স্ত্রী মাসুদা হাসান বলেন, আমার স্বামী নির্দোষ। তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। জামিন দিয়েছেন আদালত। আমরা এই মামলা থেকে তার নাম প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
অন্যদিকে, ১৮ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন মডার্ণ মোড়ে মানিক মিয়া হত্যা হত্যা মামলায় এজহার নামীয় আসামি মাহামুদুল হককে শোন অ্যারেস্ট করা আবেদন প্রত্যাহার করে নিয়েছে তাজহাট থানা পুলিশ। মামলার বাদী নুরজাহান বেগম এফিডেফিট করে মামলা থেকে নাম প্রত্যাহারের আবেদন করায় শোন অ্যারেস্ট করা আবেদন প্রত্যার করে নেয়ার কথা জানান তাজহাট থানার ওসি শাহ আলম সর্দার।
গত বৃহস্পতিবার বিকেলে মাহামুদুল হককে রংপুর নগরের ধাপ ইঞ্জিনিয়ারপাড়া এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে হাজীরহাট থানা পুলিশ। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। গত আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বামীকে হত্যার অভিযোগে ৩ জুন হাজীরহাট থানায় ৫৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন নগরের রাধাকৃষ্ণপুর মৌলভীপাড়ার বাসিন্দা আমেনা বেগম। মামলার ৫৪ নম্বর আসামি মাহামুদুল হক।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.