এইমাত্র পাওয়া

স্বর্ণপদক-২০২৪ পেয়েছেন বুয়েটের অধ্যাপক ড. এ কে এম আখতার হোসেন

ঢাকাঃ বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্স-জাতীয় অধ্যাপক ড. এম. ইন্নাস আলী মেমোরিয়াল স্বর্ণপদক-২০২৪ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম আখতার হোসেন। ভৌত বিজ্ঞান গবেষণায় ও শিক্ষায় বিশেষ অবদান রাখায় সম্প্রতি তাকে মর্যাদাপূর্ণ এই পুরস্কারে ভূষিত করা হয়।

শনিবার (২১ জুন) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর হতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পদার্থবিজ্ঞান বিভাগের ডিস্টিংগুইশড অধ্যাপক ড. হোসেন ১৯৯৮ সালে যুক্তরাজ্যের লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় সুপারকন্ডাক্টর, ন্যানোস্ট্রাকচার্ড ফেরাইটস, ফেরোইলেক্ট্রিক্স, মাল্টিফেরোইকস, ডাইলিউটেড ম্যাগনেটিক সেমিকন্ডাক্টর, অপটোইলেক্ট্রনিক ম্যাটেরিয়ালস এবং ন্যানোক্রিস্টালাইন অ্যালয়। তিনি ১৩ জন পিএইচডি, ৪৭ জন এমফিল এবং ২৬ জন এমএসসি শিক্ষার্থীর থিসিস তত্ত্বাবধান করেছেন। বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক জার্নালে তার ১৩৮টি পূর্ণদৈর্ঘ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

প্রফেসর হোসেন বৈজ্ঞানিক জার্নালগুলিতে একটি উল্লেখযোগ্য প্রকাশনা রেকর্ড সংগ্রহ করেছেন, যা তার গবেষণার ক্ষেত্রে একজন উদীয়মান গবেষক হিসাবে তার পাণ্ডিত্য নির্দেশ করে । তিনি এ পর্যন্ত মোট ইমপ্যাক্ট ফ্যাক্টর স্কোর ৪২১, ৪২৪৮ টি সাইটেশন, এইচ-সূচক ৩৬ এবং আই-১০ সূচক ৯৪ সহ চিত্তাকর্ষক মেট্রিক্স অর্জন করেছেন।

বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রতি তার দূরদর্শী নেতৃত্ব এবং পরামর্শ, কেবল বিজ্ঞানকে সমৃদ্ধ করেনি বরং গবেষকদের একটি নতুন প্রজন্মকে জ্ঞান এবং আবিষ্কারের সন্ধান শুরু করতে অনুপ্রাণিত করেছে।

বর্তমানে তিনি বুয়েটের স্নাতকোত্তর শিক্ষা অনুষদের সহযোগী ডিন হিসেবে দায়িত্বরত আছেন। তিনি বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সের একজন ফেলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading