এইমাত্র পাওয়া

১৮তম শিক্ষক নিবন্ধন: ই-সনদ নিয়ে এনটিআরসিএর নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-সনদে ভুল তথ্য সংশোধন ও ডাউনলোডে নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বৃহস্পতিবার (১৯ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (উপসচিব) পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-সনদ প্রস্তুত কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রস্তুতকৃত ই-সনদ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল, ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই-সনদে এনটিআরসিএ-এর ওয়েবসাইট হতে ডাউনলোড করতে পারবেন।

উল্লেখ্য, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল, ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই-সনদ এনটিআরসিএর ওয়েবসাইট হতে কেবলমাত্র একবার ডাউনলোড করতে পারবেন। সে প্রেক্ষিতে প্রার্থী তার ডাউনলোডকৃত ই-সনদের সফট কপি ও হার্ড কপি সতর্কতার সাথে সংরক্ষণ করবেন। পরবর্তীতে ই-সনদ ডাউনলোড করার জন্য ফি প্রযোজ্য হবে। ফি এর পরিমাণ ও ফি প্রদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্যাদি পরবর্তীতে জানানো হবে।

আরও বলা হয়, যেসব প্রার্থীর ই-সনদে নিজ নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এবং স্থায়ী ঠিকানায় ভুল পরিলক্ষিত হবে তাদেরকে ই-সনদ ডাউনলোড করার পর নির্ধারিত ফিসহ নির্ধারিত আবেদন ফর্মে ই-সনদে সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ স্বয়ংসম্পূর্ণ আবেদন আগামী ২৫ জুনের মধ্যে এনটিআরসিএ কার্যালয়ে (বাহক/সরাসরি/ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে) দাখিল করতে হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading