ঢাকাঃ রাজধানীর শাহবাগ ও কাটাবনের মধ্যবর্তী এলাকায় সোমবার ভোরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল চলাকালে শাহবাগ সড়ক সংলগ্ন বঙ্গবন্ধু হলের পকেট গেটের সামনে ককটেল বিস্ফোরণের বিকট আওয়াজ শোনা যায়। এতে ওই সময় স্থানীয় বাসিন্দা ও হলটির শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে শাহবাগ মোড় থেকে শুরু হয়ে কাঁটাবন মোড় গিয়ে শেষ হয়। ছাত্রলীগের ব্যানারে করা এই আকস্মিক মিছিলে ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে দেশে বীরের বেশে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী বিলায়েত শেখ জানান, ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনা’-র স্লোগানে ঘুম ভেঙে যায়। আনুমানিক ৫টা ৫০ মিনিটে মিছিলটি শাহবাগ থেকে এসে বঙ্গবন্ধু হলের পকেট গেট পর্যন্ত পৌঁছায়। পরিবাগ মোড়ে পনেরো-বিশজনের একটি দলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, পরে তারা বিভিন্ন গলিতে সরে যায়। এর কিছুক্ষণ পরেই আমাদের হলের পকেট গেটের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা কী এমন দৃশ্য দেখার জন্য আন্দোলন-সংগ্রাম করেছি? যাতে নিষিদ্ধ ছাত্রলীগ ও অভিযুক্ত আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে আবারও সন্ত্রাসী কার্যকলাপ চালাতে পারে?
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, আমরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল কাঁটাবন মোড় এলাকায় অনুষ্ঠিত হতে দেখি। মিছিলটির স্থায়ীত্ব ছিল মাত্র ৩০ সেকেন্ড। আমরা ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ইতোমধ্যে আমরা একজনকে গ্রেফতারও করেছি। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেকের আইনের আওতায় আনা হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.