নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ এইচএসবিসি ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান ওমর শরীফ বলেছেন, বর্তমান চাকরির বাজারে শুধু একাডেমিক ফলাফল যথেষ্ট নয়। নিয়োগকারীরা এখন এমন প্রার্থীদের খুঁজছেন, যাঁদের রয়েছে ব্যতিক্রমী দক্ষতা, আত্মবিশ্বাস, ও কার্যকরী নেটওয়ার্ক। তাই ছাত্রছাত্রীদের উচিত, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে যুক্ত হয়ে নিজেকে প্রস্তুত করা।”
বুধবার (২৮ মে) চট্টগ্রাম নগরীর জামালখানস্থ চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ব্যবসা অনুষদের সিগনেচার অনুষ্ঠান কানেক্টিং উইথ সি-সুইট সিরিজের ৪র্থ পর্বের “দ্য কর্পোরেট ব্যাংকার্স প্লেবুকঃ ক্লাইম্বিং দ্য লেডার ইন ফাইন্যান্স” শীর্ষক এই পর্বের অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “বর্তমান চাকরির বাজারে শুধু একাডেমিক ফলাফল যথেষ্ট নয়। নিয়োগকারীরা এখন এমন প্রার্থীদের খুঁজছেন, যাঁদের রয়েছে ব্যতিক্রমী দক্ষতা, আত্মবিশ্বাস, ও কার্যকরী নেটওয়ার্ক। তাই ছাত্রছাত্রীদের উচিত, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে যুক্ত হয়ে নিজেকে প্রস্তুত করা।”
প্রায়শই পরিবর্তনশীল চাকরি বাজার এবং প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার প্রয়োজনীয়তা তুলে ধরে মি. শরীফ বলেন, “নেটওয়ার্ক গড়ে তোলা একটি গেম চেঞ্জার হতে পারে”, এবং তার অভিজ্ঞতা থেকে তিনি তুলে ধরেন কীভাবে একটি পেশাদার রিজিউমি তৈরি করতে হয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক নিয়োগ প্রক্রিয়ায় সফল হওয়ার কৌশল। চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি নিয়ে তিনি শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক নানা দিকনির্দেশনাও দেন।
কানেক্টিং উইথ সি-সুইট হচ্ছে সিআইইউ বিজনেস অনুষদের একটি চলমান আয়োজন, যার মাধ্যমে শিক্ষার্থীরা কর্পোরেট জগতের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পায়। এর মাধ্যমে শিক্ষার্থীরা বর্তমান বাজারের চাহিদা সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করতে সক্ষম হয়। সিআইইউ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও চলবে এবং শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি শিক্ষার্থীদের বিভিন্ন কৌতূহলোদ্দীপক প্রশ্নের উত্তর প্রদান করেন। সিআইইউ’র বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিজনেস স্কুলের ফ্যাকাল্টিবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানে অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন বিজনেস স্কুলের ফ্যাকাল্টি প্রফেসর ড. নাইম আবদুল্লাহ এবং সমাপনী বক্তব্য প্রদান করেন বিজনেস স্কুলের ডীন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.