এইমাত্র পাওয়া

মাউশির আইসিটি প্রশিক্ষণের জন্য ১৫৯০ প্রশিক্ষণার্থী মনোনয়ন

ঢাকাঃ আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্প (২য় পর্যায়, ১ম সংশোধিত) ৫টি উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ১৪টি সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠেয় হেড/অ্যাসিস্ট্যান্ট হেড অব ইনস্টিটিউটস ট্রেইনিংয়ের (এইচআইটি/এএইচআইটি) প্রশিক্ষণার্থী মনোনয়ন করা হয়েছে। আগামী ৩০ মে থেকে ৪ জুন পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ। এর জন্য ৫৩টি ব্যাচে ১ হাজার ৫৯০ জন প্রশিক্ষণার্থী মনোনয়ন করা হয়েছে। আইসিটির মাধ্যমে পাঠদানপ্রক্রিয়া মনিটর করার সক্ষমতা গড়ে তোলা এবং অনলাইন প্ল্যাটফর্মে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার সক্ষমতা অর্জনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ২৫ মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রকল্প পরিচালক সাহেদুল কবিরের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘আইসিটি’র মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্প (২য় পর্যায়, ১ম সংশোধিত)’-এর আওতায় ছয় দিনব্যাপী হেড/অ্যাসিস্ট্যান্ট হেড অব ইনস্টিটিউটস ট্রেইনিং (এইচআইটি/এএইচআইটি) আগামী ৩০ মে থেকে ৪ জুন পর্যন্ত নিম্ন ছক অনুযায়ী অনুষ্ঠিত হবে। শিখন শেখানো কার্যক্রমে আইসিটির ব্যবহার, প্রশিক্ষিত শিক্ষকরা কর্তৃক আইসিটির মাধ্যমে পাঠদান প্রক্রিয়া মনিটর করার সক্ষমতা গড়ে তোলা এবং অনলাইন প্ল্যাটফর্মে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার সক্ষমতা অর্জনের লক্ষ্যে এই প্রশিক্ষণ বাস্তবায়ন করা হচ্ছে। সমাপনী অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অতিথি হিসেবে অনলাইন প্ল্যাটফর্মে অংশ নেবেন।

প্রশিক্ষণার্থী মনোনয়ন তালিকা

১. তালিকাভূক্ত শিক্ষা প্রতিষ্ঠাসমূহের প্রতিষ্ঠান প্রধান/সহকারী প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণে অংশগ্রহণ বাধ্যতামূলক। কোনো অবস্থাতেই প্রশিক্ষণে অনুপস্থিতি গ্রহণযোগ্য নয়।

২. তালিকাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠান প্রধান/সহকারী প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণার্থী হিসেবে মনোনয়ন দিতে হবে। তালিকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠান প্রধান/সহকারী প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণার্থী হিসেবে মনোনয়ন দেওয়া যাবে না।

৩. কোনো অবস্থাতেই প্রতিষ্ঠান প্রধান/সহকারী প্রতিষ্ঠান প্রধান/ ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান ছাড়া অন্য কোনো শিক্ষককে এই প্রশিক্ষণে মনোনয়ন দেওয়া যাবে না।

৪. এইচআইটি/এএইচআইটি প্রশিক্ষণের জন্য মনোনীত প্রতিষ্ঠান প্রধান/সহকারী প্রতিষ্ঠান প্রধানগণকে ল্যাপটপ, পেনড্রাইভ, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংকের এমআইসিআর চেক বইয়ের কভার পেজের ফটোকপি, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি ও সকালের নাশতা, রাতের খাবার, আবাসন এবং যাতায়াতের জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হলো।

৫. প্রকল্প দলিলের সংস্থান অনুযায়ী অংশগ্রহণকারী প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা ভাতাদি প্রাপ্য হবেন।

৬. বর্ণিতাবস্থায় মঙ্গলবারের (২৮ মে) মধ্যে প্রশিক্ষণার্থী মনোনয়ন প্রদান ও অংশগ্রহণ নিশ্চিতকরণ করে সংশ্লিষ্ট সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ও উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের ই-মেইলে এবং pdict2@gmail.com -এ প্রশিক্ষণার্থীদের তালিকা পাঠানোর জন্য সব জেলা শিক্ষা কর্মকর্তাদের অনুরোধ করা হলো।

৭. প্রতি ব্যাচ প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের ডাটাবেজ ও ইভ্যালুয়েশন রিপোর্ট (নির্দিষ্ট ছকে) মেধাক্রম উল্লেখসহ pdict2@gmail.com -এ তিন কর্মদিবসের মধ্যে আবশ্যিকভাবে পাঠানোর জন্য প্রশিক্ষণ ভেন্যু প্রধানদের অনুরোধ করা হলো।

৮. মনোনীত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণে শতভাগ অংশগ্রহণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় ও কার্যকরি ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading