এইমাত্র পাওয়া

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ সব ধরণের রাজনীতি নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন সই করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলাহয়েছে, ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য সব ধরনের দলীয় বা লেজুরবৃত্তিক রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী যদি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কিংবা হলগুলোতে কোনো ধরনের দলীয় বা লেজুরবৃত্তিক রাজনৈতিক কার্যকলাপে জড়িত হন কিংবা কাউকে জড়িত হতে বলপ্রয়োগ কিংবা কোনোভাবে প্ররোচিত করেন, তাহলে এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে অত্র বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি মোতাবেক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, ২০২১ সালে প্রতিষ্ঠিত কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। বর্তমানে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজের একটি বহুতল ভবনে অস্থায়ীভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading