নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আসন্ন ঈদুল আযহার উৎসব ভাতার ২২৯ কোটি টাকা ছাড়ের সম্মতি জ্ঞাপন করে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এতে শিক্ষকদের ৫০ শতাংশ উৎসব ভাতার অর্থ ছাড়ের সম্মতি দেওয়া হয়েছে।
গত ১৪ মে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল স্বাক্ষরিত চিঠিটি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নিকট পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২১ এপ্রিল ২০২৫ তারিখের ৩৭,০০,০০০০.০৬৪,২০,০০৩,২৫-৪০৭ নং আধা-সরকারি পত্র অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক উচ্চ ও শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত পরিচালন বাজেট হতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকগণের ভাতাদি বাবদ সহায়তা প্রদানের নিমিত্ত ২২৯.০০ কোটি (দুইশত ঊনত্রিশ কোটি) টাকা পুনঃউপযোজনে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো।
শর্তে বলা হয়েছে, এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সকল আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে; এ অর্থ সংশ্লিষ্ট কোডে সমন্বয়পূর্বক চলতি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট কর্তৃত্বের অংশ হিসেবে গণ্য হবে; যে কোডসমূহ হতে পুনঃউপযোজন করা হয়েছে সে কোডসমূহে পরবর্তীতে অতিরিক্ত বরাদ্দ দাবী করা যাবে না; এবং প্রশাসনিক বিভাগ কর্তৃক জারিকৃত সরকারি আদেশের দুইটি কপি পৃষ্ঠাংকণের জন্য অর্থ বিভাগে প্রেরণ করতে হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.