এইমাত্র পাওয়া

এমপিওভুক্ত সকল মাদ্রাসার তথ্য প্রেরণের সময় বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর  আওতায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, আইসিটি ল্যাব স্থাপন, ভোকেশনাল কোর্স চালুকরণ ও আসবাবপত্র এবং ক্রীড়া সামগ্রী সরবরাহ করার লক্ষে প্রতিষ্ঠান নির্বাচনের জন্য সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করার নিমিত্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর পত্র প্রেরণ করার সময়সীমা ১২ এপ্রিল থেকে বৃদ্ধি করে ২২ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। 

মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব মাদ্রাসা এডুকেশন স্কিম স্কিম পরিচালক (অতিরিক্ত সচিব)  মো: আব্দুল মান্নান স্বাক্ষরতি চিঠি থেকে এই তথ্য জানা গেছে। 

চিঠিতে বলা হয়,   মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাধীন ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব মাদ্রাসা এডুকেশন (সিডিএমই) স্কিম-এর আওতায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, আইসিটি ল্যাব স্থাপন, ভোকেশনাল কোর্স চালুকরণ, আরবি ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপন, আসবাবপত্র এবং শিখন ও ক্রীড়া সামগ্রী সরবরাহ করা হবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠান নির্বাচনের জন্য সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করার নিমিত্ত উপরোক্ত সূত্র মোতাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর পত্র প্রেরণ করা হয়েছিল যার সর্বশেষ সময়সীমা ছিল ১২ এপ্রিল ২০২৫ ।

এমতাবস্থায়, যে সকল প্রতিষ্ঠান ১২ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে লিংকের মাধ্যমে তথ্য প্রেরণ করেন নাই, সে সকল এমপিওভুক্ত প্রতিষ্ঠান প্রধানগণ User ID ও Password ব্যবহার করে নিম্নোক্ত লিংকে প্রবেশ করে স্ব স্ব মাদ্রাসার তথ্য প্রদান করবেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর আগামী ২২ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে প্রেরণ করবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তার নিকট প্রেরণকৃত User ID ও Password ব্যবহার করে প্রতিষ্ঠানসমূহের তথ্য যাচাই-বাছাইপূর্বক Approve করে সফটওয়্যারের লিংকের মাধ্যমে আগামী ২৭ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে Send করবেন।

  • লিংক: http://94.250.203.197 4300/mims
  • প্রতিষ্ঠান প্রধানের User ID ও Password: স্ব স্ব প্রতিষ্ঠানের EIIN

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৪/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading